হোম > খেলা > ফুটবল

বায়ার্নকে ডোবানো ফরাসি ডিফেন্ডার বর্ণবাদের শিকার

ক্রীড়া ডেস্ক

মোহাম্মদ সালাহকে নিয়ে বর্ণবাদ মন্তব্য করায় গতকাল তিন বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন এভারটনের এক সমর্থক। তবে বর্ণবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলেও বন্ধ করা যাচ্ছে না এমন অসৌজন্যমূলক আচরণ। যার সর্বশেষ শিকার দায়োত উপামেকানো।

গতকাল লাৎসিওর বিপক্ষে ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে বর্ণবাদের শিকার হয়েছেন বায়ার্ন মিউনিখের এই ডিফেন্ডার। তাঁর ওপর ক্ষুব্ধ হয়েই বায়ার্নের সমর্থকেরা এমনটা করছেন। দলের হারটা মেনে নিতে পারছেন না সমর্থকেরা। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগের হারটা উপামেকানোর ভুলেই হয়েছে।

ম্যাচের ৬৭ মিনিটে নিজেদের ডি বক্সে লাৎসিওর গুস্তাভ ইসাকসেনকে ফাউল করেন উপামেকানো। তাঁর শাস্তি হিসেবে সরাসরি লাল কার্ড দেখেন তিনি। ইচ্ছাকৃত নয় বলে ম্যানুয়েল নায়ার ও হ্যারি কেইনরা প্রতিবাদ জানালেও লাল কার্ডের সিদ্ধান্তে পরিবর্তন আনেননি ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেজিয়ে। স্পটকিক থেকে গোল করে লাৎসিওকে ১-০ ব্যবধানের জয় এনে দেন চিরো ইম্মোবিলে।

লিগে বায়ার লেভারকুসেনের বিপক্ষে হারের তিক্ত স্বাদ নিয়ে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে নেমেছিল বায়ার্ন। যে হারে শিরোপা ধরে রাখার মিশন থেকে অনেকটা দূরে সরে গেছে, সেই ক্ষতে প্রলেপ দেওয়ার লক্ষ্যে লাৎসিওর বিপক্ষে নেমেছিল তারা। কিন্তু উপামেকানোর এমন ভুল আরও তাতিয়ে দিয়েছে বায়ার্ন সমর্থকদের, যার জেরেই বর্ণবাদের শিকার হয়েছেন ফরাসি ডিফেন্ডার। 

উপামেকানোকে নিয়ে বর্ণবাদী মন্তব্য করায় তীব্র নিন্দা জানিয়েছে বায়ার্ন। নিজেদের সামাজিক মাধ্যমে লিখেছে, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে দায়োত উপামেকানোর প্রতি বর্ণবাদী মন্তব্যের জন্য তীব্র নিন্দা জানাচ্ছে এফসি বায়ার্ন। এ ধরনের ঘৃণ্য মন্তব্য যাঁরা করেছেন, তাঁরা ক্লাবের সমর্থক হতে পারেন না। উপা, আমরা তোমার পাশে আছি।’

স্পেনের লিগে ফের বর্ণবাদ-বিতর্ক, এবার শিকার বার্সেলোনা

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

পথ হারানো রিয়ালের জয়ের রহস্য জানালেন ব্রাজিলের ফুটবলার

কাবরেরা-বাটলারকে রেখে দিল বাফুফে

সেকশন