হোম > খেলা > ফুটবল

জাপানের যে বিতর্কিত গোলে জার্মানির ‘সর্বনাশ’

বাঁচা-মরার ম্যাচে আল-বায়েত স্টেডিয়ামে কোস্টারিকাকে গতকাল ৪-২ গোলে হারিয়েছিল জার্মানি। তারপরও জার্মানির দ্বিতীয় রাউন্ডে যাওয়া নির্ভর করছিল জাপান-স্পেন ম্যাচের ওপর। যে ম্যাচটিতে জাপান হারলে বা ড্র করলে জার্মানরা চলে যেত শেষ ষোলোয়। কিন্তু স্পেনকে ২-১ গোলে জাপান হারালে বিদায়ঘণ্টা বেজে যায় জার্মানদের। যেখানে জাপানের একটা ‘বিতর্কিত’ গোল রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছে।

খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচের ১১ মিনিটের সময় আলভারো মোরাতার গোলে এগিয়ে যায় স্পেন। এরপর ৪৮ মিনিটে রিতসু দোয়ানের গোলে সমতায় ফেরে জাপান। ৫১ মিনিটের সময় হয় সেই নাটকীয় গোল। রিতসু দোয়ানের ক্রস লাইনের বাইরে চলে যাচ্ছিল। উইঙ্গার কাওরু মিতোমা বলটা দ্রুত রিসিভ করে ক্রস করেন এবং তানাকা গোলটি করেছেন। প্রথমে জাপান ডাগআউট উল্লাস করলেও মাঠের রেফারি গোলের ব্যাপারে কোনো সংকেত দেননি। পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্যে গোলটি জাপানের পক্ষে যায়। কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছিল বলটা লাইনের বাইরে ছিল।

এই গোল নিয়ে রীতিমতো সমালোচনা হচ্ছে। ইএসপিন এফসি টুইটারে লিখেছে, ‘এই গোলটা বাতিল হলে জার্মানি শেষ ষোলোয় উঠত।’ লুইস এনরিকে হতাশা প্রকাশ করেছেন এই গোল নিয়ে। স্প্যানিশ কোচ বলেন, ‘জাপানের মতো দলের যখন কিছুই হারানোর থাকে না, তখন এমন ঘটনায় তারা রীতিমতো উড়ছিল। এতে আমি প্রচণ্ড বিরক্ত। আমরা প্রথম হতে চেয়েছিলাম।’

জার্মানি, স্পেন-দুটো দলকে ২-১ গোলে হারিয়ে ই-গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে যায়। আগামী সোমবার আল জানুব স্টেডিয়ামে ‘এফ’-গ্রুপ রানারআপ ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে শেষ ষোলোয়।

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি