হোম > খেলা > ফুটবল

রিয়াল ভক্তদের উত্যক্ত করে বহিষ্কার হালান্ডের বাবা

ক্রীড়া ডেস্ক

ছেলে আর্লিং হালান্ডের খেলা দেখতে গতকাল সান্টিয়াগো বার্নাব্যুতে গিয়েছিলেন বাবা আলফি হালান্ড। আর খেলা দেখতে গিয়েই নিজেকে লাইমলাইটে এনেছেন হালান্ডের বাবা। রিয়াল মাদ্রিদের ভক্তদের উত্যক্ত করে বহিষ্কার হয়েছেন আলফি। 

উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে গতকাল মুখোমুখি হয়েছে রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটি। বার্নাব্যুর করপোরেট বক্সে বসে ম্যাচ দেখেন আলফি। বক্সের সামনে বসে খেলা দেখছিলেন রিয়ালের সমর্থকেরা। স্পেন ও যুক্তরাজ্যের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, রিয়ালের সমর্থকদের ক্রমাগত বিরক্ত করতে থাকেন হালান্ডের বাবা। এমনকি স্বাগতিক ভক্তদের লক্ষ্য করে বাদামও ছুড়েছেন তিনি। তাতে বেশিক্ষণ বক্সে বসে খেলা দেখার সৌভাগ্য হয়নি তাঁর। হালান্ডের বাবাকে বক্স থেকে নিরাপত্তাকর্মীরা তাঁকে এবং তাঁর সহযোগীকে বুঝিয়ে-শুনিয়ে বক্স থেকে বের করে দেন। 

এই ঘটনার পর আজকে টুইট করেছেন আলফি। টুইটার হালান্ডের বাবা বলেন, ‘ঠিক আছে। আমরা যখন কেডিবির (কেভিন ডি ব্রুইনা) গোল উদযাপন করছিলাম, তখন আরএম (রিয়াল মাদ্রিদ) খুশি ছিল না। একারণে আমাদের চলে যেতে হয়েছিল কারণ আরএম ভক্তরা ১-১ গোলে সন্তুষ্ট ছিল না।’ বার্নাব্যুতে গতকাল সেমিফাইনালের প্রথম লেগ ১-১ গোলে ড্র হলেও ম্যাচ ছিল তুমুল উত্তেজনাপূর্ণ। ৩৬ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের গোলে এগিয়ে যায় রিয়াল। এরপর ৬৭ মিনিটে সমতাসূচক গোল করেন কেভিন ডি ব্রুইনা।

ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলারের সঙ্গে নেইমারের তর্কযুদ্ধ

বছরের প্রথম ম্যাচে মেসিদের রুদ্ধশ্বাস জয়

স্পেনের লিগে ফের বর্ণবাদ-বিতর্ক, এবার শিকার বার্সেলোনা

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

সেকশন