হোম > খেলা > ফুটবল

রিয়াল ভক্তদের উত্যক্ত করে বহিষ্কার হালান্ডের বাবা

ছেলে আর্লিং হালান্ডের খেলা দেখতে গতকাল সান্টিয়াগো বার্নাব্যুতে গিয়েছিলেন বাবা আলফি হালান্ড। আর খেলা দেখতে গিয়েই নিজেকে লাইমলাইটে এনেছেন হালান্ডের বাবা। রিয়াল মাদ্রিদের ভক্তদের উত্যক্ত করে বহিষ্কার হয়েছেন আলফি। 

উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে গতকাল মুখোমুখি হয়েছে রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটি। বার্নাব্যুর করপোরেট বক্সে বসে ম্যাচ দেখেন আলফি। বক্সের সামনে বসে খেলা দেখছিলেন রিয়ালের সমর্থকেরা। স্পেন ও যুক্তরাজ্যের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, রিয়ালের সমর্থকদের ক্রমাগত বিরক্ত করতে থাকেন হালান্ডের বাবা। এমনকি স্বাগতিক ভক্তদের লক্ষ্য করে বাদামও ছুড়েছেন তিনি। তাতে বেশিক্ষণ বক্সে বসে খেলা দেখার সৌভাগ্য হয়নি তাঁর। হালান্ডের বাবাকে বক্স থেকে নিরাপত্তাকর্মীরা তাঁকে এবং তাঁর সহযোগীকে বুঝিয়ে-শুনিয়ে বক্স থেকে বের করে দেন। 

এই ঘটনার পর আজকে টুইট করেছেন আলফি। টুইটার হালান্ডের বাবা বলেন, ‘ঠিক আছে। আমরা যখন কেডিবির (কেভিন ডি ব্রুইনা) গোল উদযাপন করছিলাম, তখন আরএম (রিয়াল মাদ্রিদ) খুশি ছিল না। একারণে আমাদের চলে যেতে হয়েছিল কারণ আরএম ভক্তরা ১-১ গোলে সন্তুষ্ট ছিল না।’ বার্নাব্যুতে গতকাল সেমিফাইনালের প্রথম লেগ ১-১ গোলে ড্র হলেও ম্যাচ ছিল তুমুল উত্তেজনাপূর্ণ। ৩৬ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের গোলে এগিয়ে যায় রিয়াল। এরপর ৬৭ মিনিটে সমতাসূচক গোল করেন কেভিন ডি ব্রুইনা।

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল