হোম > খেলা > ফুটবল

বিশ্বকাপের লেভাকে মনে করালেন হ্যাভার্টজ 

ক্রীড়া ডেস্ক

কাই হ্যাভার্টজকে দেখে গতকাল হয়তো অনেকের রবার্ট লেভানডফস্কির কথা মনে পড়েছিল। গতকাল চেলসি-বরুশিয়া ডর্টমুন্ড চ্যাম্পিয়নস লিগ ম্যাচে পেনাল্টিতে দুবারের চেষ্টায় গোল করেছেন হ্যাভার্টজ। তিন মাস আগে ২০২২ ফুটবল বিশ্বকাপেও এমন ঘটনা ঘটেছিল লেভানডফস্কির সঙ্গে।

গতকাল স্টামফোর্ড ব্রিজে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে মুখোমুখি হয়েছিল চেলসি-ডর্টমুন্ড। দ্বিতীয়ার্ধে পেনাল্টি পায় চেলসি। ৪৮ মিনিটে বেন চিলওয়ের ক্রস লেগে যায় মারিয়াস ভলফসের হাতে। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্য নিয়ে চেলসির পক্ষে পেনাল্টির বাঁশি বাজান রেফারি ড্যানি ম্যাকেলি। পেনাল্টি নিয়েছেন হ্যাভার্টজ। দুর্ভাগ্যজনকভাবে জার্মান মিডফিল্ডারের শট পোস্টে লেগে ফেরত আসে। তবে হ্যাভার্টজকে দ্বিতীয়বার পেনাল্টি নেওয়ার সুযোগ দেন ম্যাকেলি। কারণ হ্যাভার্টজের প্রথম শট নেওয়ার আগেই ডি বক্সের দাগ পেরিয়ে গিয়েছিলেন ডর্টমুন্ডের ডিফেন্সিভ মিডফিল্ডার সালিহ ওজকান। আর দ্বিতীয়বারে দারুণ শটে লক্ষ্যভেদ করেন হ্যাভার্টজ। হ্যাভার্টজের পাশাপাশি গোল করেন রাহিম স্টার্লিং। ২-০তে জিতে শেষ ষোলোর দুই লেগ মিলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় চেলসি। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয় গ্রাহাম পটারের দলের।

গত ৪ ডিসেম্বর কাতার বিশ্বকাপের শেষ ষোলোতে ফ্রান্সের বিপক্ষে খেলেছিল পোল্যান্ড। সেই ম্যাচে পেনাল্টিতে অনেক সময় নিয়ে শট করেছিলেন লেভা। লেভা শট ফ্রান্স গোলরক্ষক হুগো লরিস তা আটকে দেন। কিন্তু শট ঠেকাতে লরিস সামনে এগিয়ে আসায় আবারও শট নেওয়ার সুযোগ পেয়েছিলেন লেভানডফস্কি। দ্বিতীয়বার সুযোগ কাজে লাগিয়েছিলেন পোলিশ এই সেন্টার-ফরোয়ার্ড।

ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলারের সঙ্গে নেইমারের তর্কযুদ্ধ

বছরের প্রথম ম্যাচে মেসিদের রুদ্ধশ্বাস জয়

স্পেনের লিগে ফের বর্ণবাদ-বিতর্ক, এবার শিকার বার্সেলোনা

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

সেকশন