হোম > খেলা > ফুটবল

বাংলাদেশ সফরে শুধু বিমান ভাড়াই দিতে হচ্ছে মার্তিনেজকে 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ বাংলাদেশ সফরে আসবেন—গত মাসে খবরটি জানা গিয়েছিল। তবে দেশের বিদ্যমান তীব্র ডলার সংকটের কারণে আগামী মাসের শুরুতে তাঁর বাংলাদেশ সফর নিয়ে বেশ জটিলতাই তৈরি হয়। এ জটিলতা যে কেটেছে, সেটি গতকাল মার্তিনেজের ফেসবুক পোস্টেই পরিষ্কার হয়েছে।

নিজের অফিশিয়াল ফেসবুক পেজে মার্তিনেজ ঢাকা ও কলকাতায় নিজের সফরসূচি জানিয়ে লিখেছেন, ‘ভারতীয় উপমহাদেশে আমার সফর শুরু হবে আগামী ৩ জুলাই। সফর শুরু হবে বাংলাদেশ থেকে, যেখানে আমি ফাউন্ডনেক্সট ও নেক্সট ভেনচার টিমের সঙ্গে দেখা করব। বাংলাদেশে দেখা-সাক্ষাৎ শেষে আমি কলকাতায় যাব, শুরু হবে আমার আড়াই দিনের ভারত অভিযান।’

মার্তিনেজের কথায় পরিষ্কার, বাংলাদেশে কয়েক ঘণ্টার জন্য তিনি আসবেন। যাঁর উদ্যোগে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষকের ঢাকা সফর, কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত আজকের পত্রিকাকে বললেন, ‘(বাংলাদেশ) প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) যদি সময় দেন আর মার্তিনেজ রাজি হলে একটা সৌজন্য সাক্ষাৎ হবে। সকালে এসে দুপুরের ফ্লাইটে (ঢাকা থেকে) বেরিয়ে যাবে। আপনাদের দেশে যে তীব্র ডলার সংকট, এর মধ্যেই যে ডিল করলাম, এটাই অনেক কিছু।’

কীভাবে সমস্যার সমাধান হয়েছে, সেটি খুলেই বললেন শতদ্রু, ‘এটা একটা গুড উইল ট্যুর হিসেবে নিয়েছে। শুধু ফ্লাইটের খরচটা দিলেই হচ্ছে। এখানে আলাদা পেমেন্টের কিছু নেই। ওকে বোঝালাম, এই দেশে ডলার সংকট আছে। শুধু বিমানভাড়াটা দিয়ে দিলাম। কলকাতার ইভেন্ট থেকে ওকে বেশি টাকা দিয়ে দিলাম, হয়ে গেল অ্যাডজাস্ট। সে সব ইতিবাচকভাবেই নিয়েছে।’

ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলারের সঙ্গে নেইমারের তর্কযুদ্ধ

বছরের প্রথম ম্যাচে মেসিদের রুদ্ধশ্বাস জয়

স্পেনের লিগে ফের বর্ণবাদ-বিতর্ক, এবার শিকার বার্সেলোনা

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

সেকশন