হোম > খেলা > ফুটবল

বাংলাদেশ সফরে শুধু বিমান ভাড়াই দিতে হচ্ছে মার্তিনেজকে 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ বাংলাদেশ সফরে আসবেন—গত মাসে খবরটি জানা গিয়েছিল। তবে দেশের বিদ্যমান তীব্র ডলার সংকটের কারণে আগামী মাসের শুরুতে তাঁর বাংলাদেশ সফর নিয়ে বেশ জটিলতাই তৈরি হয়। এ জটিলতা যে কেটেছে, সেটি গতকাল মার্তিনেজের ফেসবুক পোস্টেই পরিষ্কার হয়েছে।

নিজের অফিশিয়াল ফেসবুক পেজে মার্তিনেজ ঢাকা ও কলকাতায় নিজের সফরসূচি জানিয়ে লিখেছেন, ‘ভারতীয় উপমহাদেশে আমার সফর শুরু হবে আগামী ৩ জুলাই। সফর শুরু হবে বাংলাদেশ থেকে, যেখানে আমি ফাউন্ডনেক্সট ও নেক্সট ভেনচার টিমের সঙ্গে দেখা করব। বাংলাদেশে দেখা-সাক্ষাৎ শেষে আমি কলকাতায় যাব, শুরু হবে আমার আড়াই দিনের ভারত অভিযান।’

মার্তিনেজের কথায় পরিষ্কার, বাংলাদেশে কয়েক ঘণ্টার জন্য তিনি আসবেন। যাঁর উদ্যোগে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষকের ঢাকা সফর, কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত আজকের পত্রিকাকে বললেন, ‘(বাংলাদেশ) প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) যদি সময় দেন আর মার্তিনেজ রাজি হলে একটা সৌজন্য সাক্ষাৎ হবে। সকালে এসে দুপুরের ফ্লাইটে (ঢাকা থেকে) বেরিয়ে যাবে। আপনাদের দেশে যে তীব্র ডলার সংকট, এর মধ্যেই যে ডিল করলাম, এটাই অনেক কিছু।’

কীভাবে সমস্যার সমাধান হয়েছে, সেটি খুলেই বললেন শতদ্রু, ‘এটা একটা গুড উইল ট্যুর হিসেবে নিয়েছে। শুধু ফ্লাইটের খরচটা দিলেই হচ্ছে। এখানে আলাদা পেমেন্টের কিছু নেই। ওকে বোঝালাম, এই দেশে ডলার সংকট আছে। শুধু বিমানভাড়াটা দিয়ে দিলাম। কলকাতার ইভেন্ট থেকে ওকে বেশি টাকা দিয়ে দিলাম, হয়ে গেল অ্যাডজাস্ট। সে সব ইতিবাচকভাবেই নিয়েছে।’

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল