নিজস্ব প্রতিবেদক
ঢাকা: বিপিএল ফুটবলের দ্বিতীয় লেগ শুরু হবে ৩০ এপ্রিল। বাফুফে অবশ্য এখন পর্যন্ত সূচি ঠিক করতে পারেনি। মাঠে নামার আগে দলগুলোকে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা দেওয়ার কথাও বলছে ফেডারেশন। যদিও বাফুফের সহ–সভাপতি আব্দুস সালাম মূর্শেদির বক্তব্য, আর্থিক সংকট আছে তাঁদের!
১৩ দলের প্রিমিয়ার লিগ দ্বিতীয় পর্বের সূচি আটকে আছে আবাহনী লিমিটেডের এএফসি কাপ মিশন নিয়ে। মালদ্বীপের ঈগলসের বিপক্ষে এএফসি কাপের প্রাক-বাছাইপর্বের ম্যাচটি ঢাকায় আয়োজন করতে চেয়ে চিঠি পাঠিয়েছে বাফুফে। ৫, ৬ কিংবা ৭মে ধরা হয়েছে সম্ভাব্য তারিখ। ঢাকায় ম্যাচটি অনুষ্ঠিত হলে এই তিন দিনে খেলা স্থগিত রাখতে হতে পারে। এখনও তাই সূচি তৈরি করতে পারেনি বাফুফে।
৩০ এপ্রিল লিগ শুরু নিয়ে আপত্তি ছিল ব্রাদার্স, মুক্তিযোদ্ধা, আরামবাগের মতো তুলনামূলক কম শক্তির দলগুলোর। তাদের সমস্যার কথা ভাবনায় রেখে ম্যাচের সূচি সমন্বয় করা হয়েছে করা হবে বলে জানিয়েছেন পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান সালাম মূর্শেদি। প্রয়োজনে ক্লাবগুলোকে যাতায়াত সুবিধাও দেওয়া হবে। কাল ব্যক্তিগত কার্যালয়ে সংবাদমাধ্যমকে এমনটাই বলেছেন সাবেক এই ফুটবলার।
দ্বিতীয় পর্বেও লিগের পৃষ্ঠপোষক নিয়ে ঝুলে আছে বাফুফে। প্রশ্ন আছে ক্লাবগুলোর ‘অংশগ্রহণমূলক অর্থ’ নিয়েও। এ প্রসঙ্গে সালাম মূর্শেদি বলছেন, ‘টানাটানির সংসার, সবসময়ই টানাটানির মধ্যে ছিলাম।’ ফুটবলের পাশে থাকায় সংবাদমাধ্যমকেও ধন্যবাদ দিয়েছেন তিনি, ‘আপনারা সংবাদমাধ্যম কর্মীরা আসলেই ফুটবলকে ভালবাসেন। ক্লাবগুলো নানাভাবে দুর্নীতিগ্রস্ত। তবু আপনারা তাদের কথা বলেন। আমরা চেষ্টা করব অন্তত ক্লাবের হাতে একটা চেক তুলে দিতে। একটা কথা সবাইকে বুঝতে হবে এখন কোভিড মহামারি। সব কিছু চাইলেও আমরা মন মতো করতে পারব না।’