হোম > খেলা > ফুটবল

নারী নির্যাতনের অভিযোগ অস্বীকার করলেন আলভেজ

নাইটক্লাবে নারী নির্যাতনের ভয়ংকর অভিযোগ উঠেছিল দানি আলভেজের বিরুদ্ধে। তবে সেই অভিযোগ অস্বীকার করলেন দানি আলভেজ।

গত শুক্রবার বার্সেলোনায় সাটন নাইটক্লাবে ঘুরতে গিয়েছিলেন আলভেজ। আলভেজের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছিলেন এক নারী। এবিসি স্পেন সংবাদমাধ্যম দাবি করেছিল, নারীকে বাজেভাবে স্পর্শ করেছিলেন আলভেজ। গতকাল ইনস্টাগ্রামে নারী নির্যাতনের অভিযোগ অস্বীকার করে পোস্ট করেছিলেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। পুমার জার্সি পরে আলভেজ লিখেছেন, ‘সব সময় ইতিবাচক থাকি। খুব শিগগির দেখা হচ্ছে। আমি জানি না, আপনারা কাদের সঙ্গে চলাফেরা করেন। কিন্তু এই লোকটা কখনো হাল ছেড়ে দেয় না।’

শুক্রবারের সেই ঘটনায় ভুক্তভোগী নারী এবং বন্ধুরা কাতালান পুলিশকে খবর দিয়েছিলেন। ঘটনার বয়ান দিতে ভুক্তভোগী এবং তাঁর বন্ধুরা পুলিশ স্টেশনে যান। মামলা দায়েরও করতে বলা হয়েছিল ব্রাজিলিয়ান ডিফেন্ডারের বিরুদ্ধে।

ব্রাজিলের জার্সিতে ১২৬ ম্যাচ খেলেছেন আলভেজ। ৮ গোলের সঙ্গে ২১ গোলে অ্যাসিস্ট করেছেন। আর ক্লাব ফুটবলে ৮৫৫ ম্যাচে করেছেন ৬০ গোল এবং অ্যাসিস্ট করেছেন ১৭৬ গোলে। সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন বার্সেলোনার হয়ে। কাতালানদের জার্সিতে খেলেছেন ৪০৮ ম্যাচ। ২২ গোলের পাশাপাশি ১০৫ গোলে অ্যাসিস্ট করেছেন।

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি