হোম > খেলা > ফুটবল

১০ জনের ব্রাজিলের কষ্টার্জিত জয়, জিতল আর্জেন্টিনাও

ক্রীড়া ডেস্ক    

উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল। ছবি: এএফপি

দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে একই রাতে জয় পেয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল। আর্জেন্টিনা পুরো ৯০ মিনিট ১১ জন নিয়ে খেলেছে ঠিকই। তবে ব্রাজিলকে খেলতে হয়েছে ১০ জন নিয়ে।

ব্রাজিল, আর্জেন্টিনা দুটি দলের জন্যই গত রাতে ছিল দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে প্রথম ম্যাচ। ভেনেজুয়েলার কারাকাসের ইউসিবি অলিম্পিক স্টেডিয়ামে আর্জেন্টিনা ২-১ গোলে হারিয়েছে চিলিকে। অন্যদিকে একই শহরের ব্রিগিদো ইরিয়ার্তে স্টেডিয়ামে উরুগুয়ের বিপক্ষে ব্রাজিল পেল ১-০ গোলের জয়।

উরুগুয়ের বিপক্ষে ব্রাজিল ১০ জনের দলে পরিণত হয় দ্বিতীয়ার্ধে। ৫৭ মিনিটে উরুগুয়ের আলেহান্দ্রো সেভেরোকে ফাউল করে মাঠ ছাড়েন ব্রাজিলের ডিফেন্ডার আর্থার দিয়াস। দুটি হলুদ কার্ড দেখার কারণেই মূলত মাঠ ছাড়তে হয়েছে দিয়াসকে। এরপর ৭৪ মিনিটে ব্রাজিলের ফরোয়ার্ড পেদ্রো করেন ম্যাচে প্রথম গোল। শেষ পর্যন্ত পেদ্রোর গোলেই ব্রাজিল পায় ১-০ গোলের জয়।

ইউসিভি অলিম্পিকো স্টেডিয়ামে চিলির বিপক্ষে আর্জেন্টিনা প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায়। ৩৫ মিনিটে প্রথম গোল করেন ইয়ান সুবিয়াব্রে। দ্বিতীয় গোল পেতে আলবিসেলেস্তেদের অপেক্ষা করতে হয় ৭ মিনিট। ৪২ মিনিটে গোলটি করেন স্ট্রাইকার অগাস্তিন রুবের্তো। দ্বিতীয়ার্ধে চিলির ব্যবধান কমাতে একটু অপেক্ষা করতে হয়েছে। ৬১ মিনিটে দলটির স্ট্রাইকার হুয়ান ফ্রান্সিস্কো রসেল গোল করেছেন। ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ফাইনাল কিংবা তৃতীয় স্থান নির্ধারণী কোনো ম্যাচ নেই। ছয় দল নিয়ে হতে যাওয়া চূড়ান্ত পর্বে লিগভিত্তিক খেলা শেষে শীর্ষে থাকা দলটিই হবে চ্যাম্পিয়ন। কলম্বিয়া ১ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে। প্যারাগুয়েকে ৪-০ গোলে হারিয়েছে কলম্বিয়া। সমান ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরাও খেলেছে ১ ম্যাচ। ব্রাজিলের ১ ম্যাচে ৩ পয়েন্ট হলেও গোল ব্যবধানের কারণে তারা তিনে।

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি