Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

টানা দ্বিতীয় জয়ে স্বস্তি অনুভব করছেন ক্লপ

ক্রীড়া ডেস্ক

টানা দ্বিতীয় জয়ে স্বস্তি অনুভব করছেন ক্লপ

এবারের মৌসুমে কঠিন সময় পার করছে লিভারপুল। গত কয়েক মৌসুমের ছন্দ হারিয়ে নিজেদের খুঁজছে তারা। গতকাল নিউক্যাসলের বিপক্ষে ২-০ গোলের জয়ের আগে এবারের লিগে মাত্র ৯ ম্যাচে জয় পেয়েছিল দলটি। দলের এমন হতশ্রী পারফরম্যান্সে অস্বস্তিতে ছিলেন লিভারপুলের কোচসহ স্টাফরা।

তাই গতকাল টানা দ্বিতীয় জয়ে স্বস্তি অনুভব করছেন বলে জানিয়েছেন ইয়ুর্গেন ক্লপ। ম্যাচ শেষ তিনি বলেছেন, ‘যখন আপনি সেরা মুহূর্তে না থাকবেন, তখন আপনাকে লড়াই করতে হবে এবং আমরাও এটিই করেছি। টানা দ্বিতীয় জয় পাওয়ায় সত্যি বলছি খুব ভালো লাগছে। এই মৌসুমে এর আগে আমরা এমনটি করতে পারিনি বলে আমাদের জন্য ভালো দিন।’

নিউক্যাসলের মাঠে ১৭ মিনিটে ২ গোলে এগিয়ে যায় লিভারপুল। পাঁচ মিনিটের ব্যবধানে প্রতিপক্ষের গোলরক্ষক নিক পোপ লাল কার্ডে মাঠ ছাড়লে ১০ জনের দলে রূপ নেয় স্বাগতিকেরা। ফলে কালকের ম্যাচে অল রেডদের জয় নিয়ে কোনো সন্দেহ ছিল না। সঙ্গে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ ছিল তাদের। কিন্তু প্রতিপক্ষদের বাগে পেয়েও আর কোনো গোল করতে পারেনি মোহাম্মদ সালাহ, কোডি গাকপোরা। দলের হয়ে গোল দুটি করেছেন এই মৌসুমে যোগ দেওয়া ডারউইন নুনেজ ও গাকপো।

পরে ব্যবধান বাড়াতে না পারলেও জয়ে খুশি লিভারপুল। এই জয়ে এবারের মৌসুমে দশম জয় পেয়েছে দলটি। ২২ ম্যাচে ৩৫ পয়েন্টে তালিকায় আটে আছে তারা। ভবিষ্যতে আরও ম্যাচ জয়ে তালিকার ওপরে উঠে আসার ইঙ্গিত দিয়েছেন ক্লপ। তিনি বলেছেন, ‘আমরা প্রতিযোগিতায় আছি এমনটা বলা ভুল হবে। তবে অবশ্যই আমরা লড়াই চালিয়ে যাব এবং সামনে কী অপেক্ষা করছে তা দেখব।’

জেতা ম্যাচে রিয়াল দেখল আর্জেন্টাইন আতঙ্ক

পিএসজিকে রুখতে প্রস্তুত সালহরা

সৌদি আরবে সুদানের বিপক্ষে খেলবে বাংলাদেশ

রিয়ালকে হারানোর সুযোগ দেখছেন সিমিওনে

আরব আমিরাত থেকে ফিরেই লম্বা ছুটিতে আফঈদারা

কোন ভয়ে রোনালদো খেলছেন না আজ

দু্ই মেসিকে নিয়ে ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের দল ঘোষণা আর্জেন্টিনার

সাক্ষাৎকারের সময়ই ১৩ কোটি টাকা দামের ঘড়ি-জামাকাপড় পরেছিলেন নেইমার

ভারত ম্যাচ নিয়ে মানসিকভাবে ‘প্রস্তুত’ বাংলাদেশ

আর্জেন্টিনা ম্যাচ সামনে রেখে ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার