ক্রীড়া ডেস্ক
চ্যাম্পিয়নস লিগ মানেই যেন রিয়াল মাদ্রিদ। এই টুর্নামেন্টে এলেই তারা হয়ে ওঠে অপ্রতিরোধ্য। রূপকথার মতো ঘুরে দাঁড়িয়ে চমকে দেওয়ায় রিয়ালদের জুড়ি মেলা ভার। বিধ্বংসী এই রিয়ালকে এবারের চ্যাম্পিয়নস লিগের ফাইনালে চায় না ইন্টার মিলান।
সান সিরোতে গত রাতে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হয়েছিল এসি মিলান ও ইন্টার মিলান। দুই লেগ মিলে ৩-০ গোলের জয়ে ১৩ বছর পর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে ইন্টার। আর আজ ইতিহাদে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি-রিয়াল মাদ্রিদ। এই দুই দলের প্রথম লেগ ড্র হয়েছিল ১-১ গোলে। গতবার এই সিটির বিপক্ষেই সেমিফাইনালে পিছিয়ে থেকে জিতে ফাইনালে উঠেছিল রিয়াল। আর ফাইনালে লিভারপুলকে হারিয়ে রেকর্ড ১৪ বার চ্যাম্পিয়নস লিগ জেতে লস ব্লাঙ্কোসরা। সিটি-রিয়াল সেমি নিয়ে যেন তাই দুশ্চিন্তা একটু বেশি ইন্টারের। ইন্টারের সাবেক ফুটবলার হ্যাভিয়ের জানেত্তি বলেন, ‘আমি ফাইনালে রিয়াল মাদ্রিদকে চাই না। কারণ এই প্রতিযোগিতা তাদের জন্য তৈরি।’
গতকাল সান সিরোতে ম্যাচের একমাত্র গোল করেছেন লাওতারো মার্তিনেজ। চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলা মার্তিনেজের কাছে স্বপ্ন, ‘এটা অসাধারণ এক জয়। আমি খুবই উৎফুল্ল। পরিবারকে ধন্যবাদ দিচ্ছি। এই খেলা বিশ্বের সবচেয়ে সুন্দর জিনিস। চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেলা স্বপ্ন।’ মার্তিনেজের কাছে সুযোগ করেছে ১২ তম ফুটবলার একই মৌসুমে বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস লিগ জয়ের ডাবলের রেকর্ড গড়ার।