হোম > খেলা > ফুটবল

ফাইনালে ভারতকেই পাচ্ছে অপরাজিত বাংলাদেশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নেপাল, ভারতকে হারিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল আগেই উঠে গিয়েছিল সাফের ফাইনাল। শুধু অপেক্ষা ছিল ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে হয়। শেষ পর্যন্ত বয়সভিত্তিক সাফের শিরোপার লড়াইয়ে ভারতকে পাচ্ছে বাংলাদেশ। 

আগেই ফাইনাল নিশ্চিত হওয়ায় বাংলাদেশের কাছে ভুটানের বিপক্ষে আজকের ম্যাচটি ছিল নিয়মরক্ষার। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে একাদশে ৯ পরিবর্তন এনেছিলেন বাংলাদেশ কোচ সাইফুল বারী টিটু। যার মধ্যে গোলরক্ষক স্বর্ণা রানী মণ্ডল ও উমহেলা মার্মা—এই দুই ফুটবলার বাংলাদেশের সর্বশেষ দুই ম্যাচের একাদশে ছিলেন। 

বেঞ্চের খেলোয়াড়দের নিয়েই ভুটানের বিপক্ষে প্রথমার্ধে জোড়া গোল করে বাংলাদেশ। যেখানে বক্সের মধ্যে সৃষ্ট জটলা থেকে জোরালো শটে ১৮ মিনিটে গোল করেন নুসরাত জাহান মিতু। এরপর ৩০ মিনিটে বাংলাদেশের দ্বিতীয় গোলেও অবদান রাখেন মিতু। মিতুর কর্নার কিক থেকে হেডে গোল করেন ঐশী খাতুন। 

প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয়ার্ধে দ্রুতই গোলের দেখা পায়। ৫৮ মিনিটে গোল করেন তৃষ্ণা রানী। এরপর ৬২ মিনিটে গোলের হালি পূর্ণ করে বাংলাদেশ। নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন ঐশী খাতুন। শেষ পর্যন্ত ভুটানকে ৪-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে অপরাজিত হয়েই ফাইনালে পৌঁছাল বাংলাদেশ। 

এর আগে গত ২ ফেব্রুয়ারি কমলাপুরে নেপালকে ৩-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে জোড়া গোল করেন মোসাম্মত সাগরিকা ও একটি গোল করেন মোসাম্মত মুনকি আক্তার। এরপর ৪ ফেব্রুয়ারি ভারতকে ১-০ গোলে হারিয়েই ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। কমলাপুরে সেই ম্যাচে নির্ধারিত সময়ের অতিরিক্ত ২ মিনিটে জয়সূচক গোল করেছিলেন সাগরিকা। 

 কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ বিকালে ভারত-নেপাল ম্যাচটি ছিল ‘অলিখিত সেমিফাইনাল’। সেই অলিখিত সেমিফাইনালে নেপালকে ৪-০ গোলে হারিয়েছে ভারতীয় অনূর্ধ্ব-১৯ নারী দল। ৫৪ ও ৮১ মিনিটে জোড়া গোল করেন নেহা। একটি করে গোল করেন সুলঞ্জনা পাল ও সিনডি রেমরুতপুই কোলনি।

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

পথ হারানো রিয়ালের জয়ের রহস্য জানালেন ব্রাজিলের ফুটবলার

কাবরেরা-বাটলারকে রেখে দিল বাফুফে

মেসিদের লিগে নেইমারকে নিয়ে এত টানাটানি

সেকশন