হোম > খেলা > ফুটবল

টুইটারে সবচেয়ে বেশি গালি শোনা খেলোয়াড় রোনালদো

ক্রীড়া ডেস্ক

সময়টা ভালো যাচ্ছে না ক্রিস্টিয়ানো রোনালদোর। দলবদল নিয়ে এখনো স্বস্তির কোনো খবর পাননি ‘সিআর সেভেন’। নতুন কোনো ক্লাবেরও তাঁকে নিয়ে আগ্রহের কথা শোনা যাচ্ছে না। এর মাঝে বিব্রত হওয়ার মতোই আরেকটি খবর পেলেন পর্তুগিজ মহাতারকা। প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের মধ্যে টুইটারে সবচেয়ে গালি শুনেছেন রোনালদো। এ তালিকায় রোনালদোকে সঙ্গ দিচ্ছেন তাঁর ক্লাব সতীর্থ হ্যারি ম্যাগুয়ের।

অফকমের এক গবেষণায় দেখা গেছে, গত মৌসুমের প্রথম অর্ধে ২.৩ মিলিয়ন (২০ লাখ ৩০ হাজার) টুইটের প্রায় ৬০ হাজারই ছিল গালাগালির। আর এই বাজে মন্তব্যগুলোর অর্ধেকই ছিল ১২ জন খেলোয়াড়কে উদ্দেশ্য করে, যাঁদের ৮ জনই আবার ম্যান ইউনাইটেডের। তবে আশার ব্যাপার হচ্ছে, অ্যালান টুরিং ইনস্টিটিউটের এই গবেষণায় দেখা গেছে, বেশির ভাগ সমর্থকই দায়িত্বের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন। 

সামাজিক যোগাযোগমাধ্যমে করা বাজে মন্তব্য নিয়ে অফকম গ্রুপের পরিচালক কেভিন বাখর্স্ট বলেছেন, ‘এই ফলাফলগুলো সুন্দর খেলাটির অন্ধকার দিককেই তুলে ধরে। খেলা কিংবা বৃহত্তর সমাজে অনলাইন অপব্যবহারের কোনো স্থান নেই। এটা মোকাবিলা করার জন্য দলীয় প্রচেষ্টা দরকার।’ 

একই গবেষণায় দেখা গেছে, ১৩ আগস্ট ২০২১ থেকে ২৪ জানুয়ারি ২০২২ পর্যন্ত সবচেয়ে বেশি বাজে মন্তব্য শুনতে হয়েছে রোনালদোকে। এই সময়ের মধ্যে রোনালদোকে নিয়ে ১২ হাজার ৫২০টি বাজে মন্তব্য করা হয়েছে। রোনালদোর পরেই এই তালিকায় আছেন তাঁর ক্লাব সতীর্থ ম্যাগুয়ের। তাঁকে নিয়ে বাজে মন্তব্য করা হয়েছে ৮ হাজার ৯৫৪টি। ৩ নম্বরে আছেন মার্কোস র‍্যাশফোর্ড, যাকে নিয়ে ২ হাজার ৫৫৭টি বাজে মন্তব্য করা হয়েছে। 

ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলারের সঙ্গে নেইমারের তর্কযুদ্ধ

বছরের প্রথম ম্যাচে মেসিদের রুদ্ধশ্বাস জয়

স্পেনের লিগে ফের বর্ণবাদ-বিতর্ক, এবার শিকার বার্সেলোনা

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

সেকশন