হোম > খেলা > ফুটবল

সালাহর সংগ্রহে থাকা বিলাসবহুল গাড়িগুলো যেমন

বর্তমান সময়ের অন্যতম সেরা তারকা লিভারপুলের মোহামেদ সালাহ। ফুটবলীয় শৈলীতে অনন্য এই মিসরীয় তারকার পা মাটিতে রেখে চলার সুনামও রয়েছে। তবে অন্য অনেক তারকার মতো সাদামাটা সালাহও পছন্দ করেন গাড়ি সংগ্রহ করতে। বিশেষ করে বেন্টলি, ল্যাম্বোরগিনি এবং মার্সিডিজ বেঞ্জের গাড়িই তাঁর বেশি পছন্দ। দেখে নেওয়া যাক সালাহর সংগ্রহে থাকা উল্লেখযোগ্য গাড়িগুলো কেমন। 

বেন্টলি কন্টিনেন্টাল জিটি, ১ লাখ ৬০ হাজার পাউন্ড
সালাহর সংগ্রহের সর্বশেষ সংযোজন বেন্টলি কন্টিনেন্টাল জিটির একটি গাড়ি। এই কোম্পানির গাড়ি সালাহর বেশ পছন্দের। শুধু সালাহরই নয়, এই কোম্পানির গাড়ি প্রিমিয়ার লিগের অন্য তারকাদেরও বেশ পছন্দের। এই গাড়িটি কিনতে সালাহর খরচ হয়েছে ১ লাখ ৬০ হাজার পাউন্ড। 

ল্যাম্বোরগিনি অ্যাভেনটাডোর, ২ লাখ ৭১ হাজার পাউন্ড
পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের মতো সালাহরও একটি দারুণ অ্যাভেনটাডোর আছে। এটি গতিবেগ ঘণ্টায় ২১৮ মাইলের চূড়া স্পর্শ করার সক্ষমতা রাখে। অনেকে এটির গতিকে মাঠে সালাহর গতির সঙ্গেও তুলনা করে থাকেন। এই গাড়িটি কিনতে হলে খরচ পড়বে ২ লাখ ৭১ হাজার পাউন্ড। 

মার্সিডিজ এএমজি জিএলই কোপ, ৬৫ হাজার পাউন্ড
মাঠে অনুশীলনে যাওয়ার ক্ষেত্রে বেশির খেলোয়াড় রেঞ্জ রোভার এবং বেন্টিল বেন্টাইগা পছন্দ করেন। কিন্তু সালাহ পছন্দ করে মার্সিডিজ এএমজি জিএলই কোপ ব্র্যান্ডের গাড়ি। অনুশীলনে যাওয়ার সময় এই গাড়ি নিয়েই যেতে দেখা যায় তাঁকে। এই গাড়িটির দাম ৬৫ হাজার পাউন্ড। 

মার্সিডিজ-বেঞ্জ এসএলএস এএমজি রোডস্টার, ১ লাখ ৭৬ হাজার পাউন্ড
 ১ লাখ ৭৬ হাজার পাউন্ডের মার্সিডিজ-বেঞ্জ এসএলএস এএমজি রোডস্টারটি মার্সিডিজের সবচেয়ে দামি গাড়ি। তবে সেই দামও ঠেকাতে পারেনি সালাহ। এটি ঘণ্টায় সর্বোচ্চ ১৯৭ মাইল গতিতে ছুটতে পারে। 
 
অডি কিউ ৭,৫৪ হাজার পাউন্ড
যারা গাড়ি সংগ্রহ করতে পছন্দ করেন তাঁদের তালিকার শীর্ষে থাকে অডির গাড়ি। পারফরম্যান্সের কারণেই এই গাড়ি পছন্দ করেন সংগ্রহকারীরা। সালাহ ছাড়া বার্সেলোনার একাধিক তারকা ফুটবলার এই গাড়িটি ব্যবহার করেছেন। রোমা থেকে লিভারপুলে এসে এই গাড়িটি সংগ্রহ করেছেন সালাহ। 

টয়োটা কার্মি, ২৯ হাজার পাউন্ড
সবাইকে কোনো একটা জায়গা থেকেই শুরু করতে হয়। এখন ভাবতে অবাক লাগলেও সালাহ এক সময় ২৯ হাজার পাউন্ডের টয়োটা কার্মি গাড়ি ব্যবহার করতেন সালাহ। তবে সেসব দিন পার করে এসেছেন সালাহ।

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল