হোম > খেলা > ফুটবল

বাংলাদেশকে নিয়ে সেমিতে উঠল ভারত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভুটানের চ্যাংলিমিথাং স্টেডিয়ামে আজ না খেললেও ছিল বাংলাদেশ। কারণ ভারত-মালদ্বীপ ম্যাচের ফলের ওপর বাংলাদেশের সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ওঠা নির্ভর করছিল। শেষ পর্যন্ত সুখবর পেল সাইফুল বারী টিটুর বাংলাদেশ।

‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ছিল ভারত ও মালদ্বীপ। বাংলাদেশ এক পরাজয় ও এক ড্রয়ে ১ পয়েন্ট নিয়ে আগেই গ্রুপ পর্বের খেলা শেষ করেছে। মালদ্বীপও ১ পয়েন্ট নিয়ে আজ ভারতের বিপক্ষে খেলতে নামে। কোনো মতে ড্র করলেই মালদ্বীপ উঠে যেত সেমিফাইনালে। সেখানে আজ মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়েছে ভারত। বাংলাদেশ, মালদ্বীপ দুটো দলই ১ পয়েন্ট নিয়ে শেষ করেছে। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় বাংলাদেশ উঠে গেছে সেমিফাইনালে। বাংলাদেশ ও মালদ্বীপের গোল ব্যবধান: -১ ও -৩।

ম্যাচে ভারত দ্বিতীয় গোলটি পেয়েছে সৌভাগ্যবশত। মালদ্বীপের গোলরক্ষকের হাত থেকে ফসকে বল বক্সের মধ্যে ঢুকে যায়। তখনও বাংলাদেশের অনিশ্চয়তা ছিল। কারণ মালদ্বীপ এরপর কোনো মতে এক গোল দিলে বাংলাদেশের গল্প শেষ গ্রুপ পর্বেই। তবে সেটা আর হয়নি। ম্যাচের শেষ মুহূর্তে ভারত আরও এক গোল দিয়েছে। বাংলাদেশকে নিয়েই সেমিফাইনালে উঠল ভারত।

বাংলাদেশ গ্রুপের প্রথম ম্যাচে ভারতের কাছে ০-১ গোলে হেরেছিল। পরের ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ১-১ গোলে ড্র করে তাকিয়ে ছিল ভারতের দিকে। আজ ভারত ২ গোলের ব্যবধানে না জিতলে বাংলাদেশের বদলে মালদ্বীপ সেমিফাইনাল খেলত। এখন ভারত ৩-০ গোলে জেতায় মূলত বাংলাদেশ পরের পর্বে খেলার সুযোগ পাচ্ছে।

রোনালদোকে ছুঁয়ে সিউ উদ্‌যাপন করে কী বললেন এমবাপ্পে

ফুটবলে বিনিয়োগে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন