গত এক দশকে ব্রাজিলের জালে ৪ গোল দিতে পারেনি আর্জেন্টিনা। সবশেষ ২০১২ সালের জুনে ফিফা প্রীতি ম্যাচে মেসির হ্যাটট্রিকে ব্রাজিলকে ৪-৩ গোলে হারিয়েছিল তারা। এবার তো ব্যবধানটাও আরও সমৃদ্ধ, ৪-১ ব্যবধানের জয়। লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ, পাওলো দিবালা, লো সেলসোদের ছাড়াই আর্জেন্টিনা এক হালি দিয়েছে। তাঁরা থাকলে ফলটা কেমন হতো?
আর্জেন্টিনার তরুণ ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজের মতে, মেসি থাকলে আরও ২-৩টা গোল দিতেন তাঁরা। এই তারকা ফুটবলারের কথা অনুযায়ী ফলটা ৭-১ ব্যবধানেও হতে পারত। ম্যাচের পর আলভারেজ রাখঢাক না রেখেই বললেন, ‘মেসি থাকলে আমরা হয়তো আরও দুই-তিনটি গোল করতে পারতাম।’
আলভারেজের সঙ্গে সুর মিলিয়ে মিডফিল্ডার রদ্রিগো দি পল বললেন, ‘আমাদের দলের সেরাটা সব সময় পাওয়া যায় যখন ১০ নম্বর (মেসি) খেলে। কারণ সে সর্বকালের সেরা।’
২৬ মিনিটে ব্রাজিলের করা একমাত্র গোলটির পুরো দায়ভার ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরোর। ডি-বক্সের বাইরে ফাঁকা জায়গায় বল নিয়ে নাড়াচাড়া করছিলেন কিছু সময়। সেই সুযোগে ছুটে গিয়ে তাঁর থেকে বল কেড়ে নিয়ে গোলটি করেন মাতিয়াস কুনহা। ব্রাজিল নিজেরা কোনো সুযোগই তৈরি করতে পারেন সেভাবে।