Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

মেসি থাকলে ব্রাজিল দেখত আবারও ৭-১

ক্রীড়া ডেস্ক    

মেসি থাকলে ব্রাজিল দেখত আবারও ৭-১
মেসি থাকলে আরও ২-৩ গোল হতে বললেন হুলিয়ান আলভারজ। ছবি: এএফপি

গত এক দশকে ব্রাজিলের জালে ৪ গোল দিতে পারেনি আর্জেন্টিনা। সবশেষ ২০১২ সালের জুনে ফিফা প্রীতি ম্যাচে মেসির হ্যাটট্রিকে ব্রাজিলকে ৪-৩ গোলে হারিয়েছিল তারা। এবার তো ব্যবধানটাও আরও সমৃদ্ধ, ৪-১ ব্যবধানের জয়। লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ, পাওলো দিবালা, লো সেলসোদের ছাড়াই আর্জেন্টিনা এক হালি দিয়েছে। তাঁরা থাকলে ফলটা কেমন হতো?

আর্জেন্টিনার তরুণ ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজের মতে, মেসি থাকলে আরও ২-৩টা গোল দিতেন তাঁরা। এই তারকা ফুটবলারের কথা অনুযায়ী ফলটা ৭-১ ব্যবধানেও হতে পারত। ম্যাচের পর আলভারেজ রাখঢাক না রেখেই বললেন, ‘মেসি থাকলে আমরা হয়তো আরও দুই-তিনটি গোল করতে পারতাম।’

আলভারেজের সঙ্গে সুর মিলিয়ে মিডফিল্ডার রদ্রিগো দি পল বললেন, ‘আমাদের দলের সেরাটা সব সময় পাওয়া যায় যখন ১০ নম্বর (মেসি) খেলে। কারণ সে সর্বকালের সেরা।’

২৬ মিনিটে ব্রাজিলের করা একমাত্র গোলটির পুরো দায়ভার ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরোর। ডি-বক্সের বাইরে ফাঁকা জায়গায় বল নিয়ে নাড়াচাড়া করছিলেন কিছু সময়। সেই সুযোগে ছুটে গিয়ে তাঁর থেকে বল কেড়ে নিয়ে গোলটি করেন মাতিয়াস কুনহা। ব্রাজিল নিজেরা কোনো সুযোগই তৈরি করতে পারেন সেভাবে।

ফুটবলের মতো সব খেলাতেই যোগ্য প্রবাসী খেলোয়াড় অন্তর্ভুক্তির নির্দেশ সরকারের

চ্যাম্পিয়নস লিগে অতীতই যখন রিয়ালের অনুপ্রেরণা

আর্সেনালের বিপক্ষে আজ ঘুরে দাঁড়াতে পারবে তো রিয়াল

এখনই চ্যাম্পিয়নস লিগে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে বার্সেলোনা

এএফসি থেকে বাড়তি ৩০ কোটি টাকা পাচ্ছে বাফুফে

ইনজাঘির ‘ইন্টার’—পাস করা সহজ নয়

অতিরিক্ত সময়ের গোলে ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা

ক্লাব বিশ্বকাপেই অন্যরকম এক চমক দেখাচ্ছে ফিফা

নেইমারের ফেরার দুই মাস পরই কোচ বরখাস্ত, কাঁদছেন নেইমারও

বারবার প্রতিপক্ষের রক্ষণদুর্গে কাঁপিয়ে ব্যর্থ মেসিকে নিয়ে কী বললেন কোচ