ক্রীড়া ডেস্ক
কাতার বিশ্বকাপে মরক্কোর কাছে ১-০ গোলে ম্যাচ হারার পর টানেল দিয়ে যাওয়ার সময় অঝোরে কাঁদছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁর সেই কান্নার দৃশ্য মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়েছিল।
গতকালও কিংস কাপের ফাইনালে হারার পর কাঁদলেন রোনালদো। এই দৃশ্যও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। অনেক চেষ্টার পরেও আল নাসরের হয়ে শিরোপা জিততে না পারার আক্ষেপ তাঁর চোখ ভিজিয়ে দিয়েছে। দুই মৌসুমে মাত্র একটি শিরোপা জিততে পেরেছেন, সেটিও গত বছর আরব কাপ চ্যাম্পিয়নস কাপে।
এতটাই বিধ্বস্ত ছিলেন যে পদক নেওয়ার পর মঞ্চ থেকে নামার সময় রোনালদোর পা দুটো যেন চলতে যাইছিল না। গতকাল শুরুতে ম্যাচে দাপট দেখানোর ইঙ্গিত দিলেও সাত মিনিটের মাথায় গোল হজম করে বসে আল নাসর। আল হিলালকে আনন্দ উদ্যাপনের মুহূর্ত এনে দেন আলেক্সান্দার মিত্রোভিচ। বিরতিতে যাওয়ার ঠিক আগমুহূর্তে সমতায় ফিরতে দুর্দান্ত এক বাইসাইকেল কিক নিয়েছিলেন রোনালদো। কিন্তু পোস্টে লেগে ফিরে আসায় তা আর হয়নি। যদিও পরে লাইন্সম্যান অফসাইডের বাঁশি বাজিয়েছিলেন।
৯০ মিনিটে আরও একটা লাল কার্ড দেখে আল হিলাল। তবে কালিদু কুলিবালির লাল কার্ডে মাঠ ছাড়ার সুযোগটা অতিরিক্ত সময়ে কাজে লাগাতে পারেনি আল নাসর। ম্যাচ টাইব্রেকারে গড়ালে ৫-৪ গোলে হেরে যান রোনালদোরা। ৭ শটের পেনাল্টি শুটআউটের ৩টি মিস করে আল নাসর। আর ২টি আল হিলাল।
ম্যাচ হেরে যখন রোনালদো কান্নারত, তখন শিরোপা উদ্যাপনে গ্যালারি থেকে মাঠে নেমে পড়েন নেইমার। তার আগে গ্যালারিতে বন্ধুদের সঙ্গে বসে ম্যাচ দেখেছেন ব্রাজিলিয়ান তারকা। তিনি যেখানে বসেছিলেন, সেখান থেকেই আবার লিওনেল মেসির নাম ধরে চিৎকার করতে শোনা যায় তাঁর বন্ধুদের।