হোম > খেলা > ফুটবল

রেফারির দৃষ্টিশক্তি নিয়ে খোঁচা লাল কার্ড পাওয়া মরিনহোর

ক্রীড়া ডেস্ক    

শিরোনামে আসতে না পারলে যেন ভালোই লাগে না হোসে মরিনহোর। লাল কার্ড দেখা যে তাঁর কাছে খুবই স্বাভাবিক ঘটনা। তারপর সেটা নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপ করতেও ছাড়েন না ৬১ বছর বয়সী এই পর্তুগিজ।

বর্তমানে মরিনহো তুরস্কের ফেনারবাচ ক্লাবের কোচ হিসেবে আছেন। ক্লাবটির ঘরের মাঠ সুকরু সারাকোগলু স্টেডিয়ামে গত রাতে ইউরোপা লিগের ম্যাচে লাল কার্ড দেখেন তিনি। ফেনারবাচ-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচের রেফারি ক্লেমঁ তুরপিঁকে নিয়ে পরে রসিকতা করেন মরিনহো। ম্যাচ শেষে টিএনটি স্পোর্টসকে মরিনহো বলেন, ‘তিনি (রেফারি) অবিশ্বাস্য একটা কথা আমাদের বলেছেন। একই সময়ে খেলা দেখার পাশাপাশি টাচলাইনে আমার আচরণেও চোখ রেখেছেন তিনি। আসলেই তিনি অবিশ্বাস্য।এমন দৃষ্টিশক্তির জন্য অভিনন্দন।’

রেফারিকে খোঁচা মারার লক্ষ্য নিয়েই ম্যাচ শেষে কথা বলার চিন্তা করেছিলেন মরিনহো। পর্তুগিজ এই কোচ বলেন, ‘যে ম্যাচ ঘণ্টায় প্রায় ১০০ মাইল বেগে চলছিল, তার একটা চোখ ছিল পেনাল্টির ওপর এবং আরেক চোখ দিয়ে নজর রেখেছেন বেঞ্চে আমার আচার–আচরণের দিকে। এমন ব্যাখ্যাই আমাকে দিয়েছেন। এ কারণেই সে বিশ্বের অন্যতম সেরা রেফারি।’

ফেনারবাচ-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচের সময় তখন এক ঘণ্টাও পেরোয়নি। সেই মুহূর্তে লাল কার্ড দেখেন মরিনহো। কারণ ফেনেরবাচের পেনাল্টির দাবি নাকচ করে দেন ফরাসি রেফারি তুরপিঁ। তৎক্ষণাৎ তাঁর সঙ্গে কথা–কাটাকাটিতে জড়িয়ে পড়েন মরিনহো। ফল হিসেবে লাল কার্ড দেখে ডাগআউট ছাড়তে হয় পর্তুগিজ কোচকে।

রোনালদোকে ছুঁয়ে সিউ উদ্‌যাপন করে কী বললেন এমবাপ্পে

ফুটবলে বিনিয়োগে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন