নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বল নিয়ে মাঠের মাঝখানে অপেক্ষায় তিন রেফারিসহ ম্যাচ কমিশনার রকিবুল আলম। এক পাশে অনুশীলনে ব্যস্ত স্বাধীনতা ক্রীড়া সংঘ। ম্যাচ শুরু হওয়ার কথা বিকেল ৪টায়। নির্ধারিত সময় পেরিয়ে রেফারির হাতের ঘড়িতে সোয়া চারটা বাজতেই মাঠ ছেড়ে বের হয়ে এলেন রেফারিরা। বসুন্ধরা কিংস মাঠে না আসায় পরিত্যক্ত হয়েছে ফেডারেশন কাপের প্রথম ম্যাচ।
প্রতিপক্ষ না আসায় বাংলাদেশের ফুটবলে ম্যাচ পরিত্যক্ত হওয়ার ঘটনা নতুন কিছু নয়। কিন্তু টুর্নামেন্টের প্রথম ম্যাচেই প্রতিপক্ষ না আসায় খেলা গড়ায়নি মাঠে; এ যে বিরল এক ঘটনা! এমন এক ঘটনারই জন্ম দিয়েছে ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামের অ্যাস্ট্রো টার্ফে খেলতে না চাওয়া ও টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ফরম্যাট নিয়ে আপত্তি তুলে গতকাল ফেডারেশন কাপ থেকে নাম প্রত্যাহার করে বসুন্ধরা। টার্ফের মাঠ খেলোয়াড়দের জন্য ঝুঁকিপূর্ণ, একাধিক ক্লাব এই আপত্তি তোলা সত্ত্বেও কমলাপুরেই খেলা চালিয়ে যেতে রীতিমতো যেন গোঁ ধরে ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কিন্তু বসুন্ধরা না আসায় এখন অনিশ্চয়তায় ফেডারেশন কাপের ভবিষ্যৎ।
দিনের দ্বিতীয় ম্যাচে আবাহনীর বিপক্ষে মাঠে নামার কথা ছিল উত্তর বারিধারা ক্লাবের। আজ সকালে ফেডারেশন কাপ থেকে নাম সরিয়ে নিয়েছে বারিধারাও। আরেক ক্লাব মুক্তিযোদ্ধাও জানিয়েছে ঘাসের মাঠে খেলা না হলে তারা ফেডারেশন কাপে খেলবে না। তিন ক্লাব সরে দাঁড়ানোর ঘোষণায় কী পদক্ষেপ নেবে বাফুফে, সেই বিষয়ে সন্ধ্যায় সাংবাদিকদের অবহিত করবেন বাফুফে লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী।