আজকের পত্রিকা
হোম > খেলা > ফুটবল

প্রতি সেকেন্ডে ৫০ লাখ টাকার বেশি পেয়েছেন নেইমার

ক্রীড়া ডেস্ক    

প্রতি সেকেন্ডে ৫০ লাখ টাকার বেশি পেয়েছেন নেইমার
প্রতি সেকেন্ডে ৫০ লাখ টাকার বেশি নেইমার আয় করেছেন বলে জানা গেছে। ছবি: এএফপি

চোটের সঙ্গে নেইমারের শত্রুতা অনেক পুরোনো। মাঠে যতটুকু খেলতে পারেন, সেটার চেয়ে বেশি সময় কেটে যায় ম্যাচ না খেলে। অল্প সময় মাঠে নামার পরও তাঁর ব্যাংক অ্যাকাউন্টে যোগ হয়েছে মোটা অঙ্কের টাকা। ফ্রান্সের এক গণমাধ্যম দিয়েছে চোখ কপালে ওঠার মতো তথ্য।

কয়েক দিন আগে শেষ হওয়া ২০২৪ সালে নেইমার মাঠে নামার সুযোগ পাননি বললেই চলে। আল হিলালের হয়ে পুরো বছরে তিনি খেলেছিলেন কেবল দুই ম্যাচ। মাঠে থাকতে পেরেছিলেন ৪২ মিনিট। তবু ব্রাজিলের তারকা ফুটবলারকে বেতন দেওয়া বন্ধ করেনি আল হিলাল। ফ্রান্সের সংবাদমাধ্যম ফুট মেরকাটোর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ১০ কোটি ১০ লাখ ইউরো আয় করেছেন নেইমার। বাংলাদেশি হিসেবে ১২৬৯ কোটি ২৭ লাখ টাকা। প্রতি সেকেন্ডের হিসেব করলে সেটা প্রায় ৫০ লাখ ৩৭ হাজার টাকা।

২০২৪ সালে নেইমার যে দুই ম্যাচ খেলেছিলেন, দুটিতেই নেমেছিলেন বদলি খেলোয়াড় হিসেবে। এএফসি চ্যাম্পিয়নস লিগের সেই দুই ম্যাচে আল হিলালের প্রতিপক্ষ ছিল আল আইন ও এসতেগলাল এফসি। দুটি ম্যাচে নেইমার কোনো গোল করতে পারেননি। এমনকি সতীর্থদের দিয়ে গোল করাতেও পারেননি তিনি। সেই দুই ম্যাচে আল হিলাল জিতেছে। যেখানে আল আইনকে ৫-৪ গোলে হারিয়েছিল নেইমারের দল। এসতেগলালের বিপক্ষে আল হিলাল পেয়েছিল ৩-০ গোলের জয়। সদ্য শেষ হওয়া বছরে নেইমার দিয়েছেন ৪৫ টাচ। ফুট মেরকাটের হিসাব অনুযায়ী প্রতি বার বল পায়ে লাগানোর জন্য তিনি আয় করেছেন ১৪ কোটি ৮ লাখ টাকা।

২০২৩ সালের আগস্টে পিএসজি থেকে আল হিলালে পাড়ি জমান নেইমার। সৌদি আরবের ক্লাবে ১৭ মাস কাটিয়ে দিলেও সব মিলে খেলতে পেরেছেন কেবল ৭ ম্যাচ। এদিকে শোনা যাচ্ছে, নেইমারের সঙ্গে চুক্তি আর নবায়ন করতে চাচ্ছে না আল হিলাল। চুক্তি নবায়ন না করলে তাঁর পরবর্তী গন্তব্য এখনো স্পষ্ট নয়।

পুরোনো সতীর্থ লিওনেল মেসি–সুয়ারেজদের সঙ্গে ইন্টার মায়ামিতে খেলার গুঞ্জন উঠেছিল ঠিকই। তবে ইন্টার মায়ামির কোচ জেরার্দো তাতা মার্তিনো সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন।

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

পথ হারানো রিয়ালের জয়ের রহস্য জানালেন ব্রাজিলের ফুটবলার

পথ হারানো রিয়ালের জয়ের রহস্য জানালেন ব্রাজিলের ফুটবলার

কাবরেরা-বাটলারকে রেখে দিল বাফুফে

মেসিদের লিগে নেইমারকে নিয়ে এত টানাটানি

হামজার সঙ্গে ইংল্যান্ডে বাফুফে সভাপতির ডিনার

‘মেসির সঙ্গে ইয়ামালের তুলনা করাটা বোকামি’

ফিফা উইন্ডোর জন্য বাফুফের ‘গণ দাওয়াত’

আইসিসির প্রচারণাজুড়ে ভারত, বাংলাদেশ সামান্যই