হোম > খেলা > ফুটবল

রিয়ালের রেকর্ডের রাতে লিভারপুলের অলৌকিক কিছু করা হয়নি

ক্রীড়া ডেস্ক

তুলির শেষ আঁচড়টা শুধু দেওয়ার বাকি ছিল রিয়াল মাদ্রিদের। ক্লাবের হয়ে সেটি দিয়েছেন করিম বেনজামা। সাবেক ফরাসি ফরোয়ার্ডের একমাত্র গোলে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল।

শেষ ষোলোর প্রথম লেগে ৫-২ ব্যবধানে এগিয়ে থেকে অবশ্য কাজটা সেরে রেখেছিল রিয়াল। দ্বিতীয় লেগে ড্র হলেও চলত। তবে গতকাল ম্যাচের জয়সূচক গোল করেই কাজটা সম্পূর্ণ করেছেন বেনজামা। দুই লেগ মিলিয়ে ৬-২ ব্যবধানে ইউরোপীয় শ্রেষ্ঠত্বের শেষ আট নিশ্চিত করে নিজেদের রেকর্ডের রাত স্মরণীয় করেছে রিয়াল।

গতকাল টুর্নামেন্টের প্রথম ক্লাব হিসেবে ৩০০ ম্যাচ খেলার রেকর্ড গড়েছে রিয়াল। ২৮০ ম্যাচে দুইয়ে আছে বায়ার্ন মিউনিখ। আর স্প্যানিশ ক্লাবটির চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা খেলেছে ২৭৭ ম্যাচ।

লিভারপুলের বিপক্ষে ১-০ গোলের জয়ের পর ১৯তম বারের মতো শেষ আট নিশ্চিত করেছে রিয়াল। লস ব্ল্যাংকোসদের চেয়ে বেশি বার খেলার রেকর্ড আছে শুধু বায়ার্নের। জার্মানির ক্লাবটি কোয়ার্টারে খেলেছে ২১ বার।

চ্যাম্পিয়নস লিগের নকআউটে গোল করার তালিকায় আগে থেকেই তিনে ছিলেন বেনজামা। গতকালেরটি দিয়ে গোলের সংখ্যাকে ৩৩-এ নিয়েছেন তিনি। ৬৭ গোলে শীর্ষে রয়েছে সাবেক ক্লাব সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদো। আর ৪৯ গোলে দুজনের মাঝে রয়েছেন পিএসজির লিওনেল মেসি।

এ ছাড়া কালকের গোল লিভারপুলের বিপক্ষে একটি রেকর্ডও গড়েছেন বেনজামা। ইংলিশ ক্লাবের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ ৬ গোলের রেকর্ড গড়েছেন তিনি। আর কোনো খেলোয়াড় অলরেডদের বিপক্ষে রিয়াল ফরোয়ার্ডের চেয়ে বেশি দিতে পারেননি।

সান্তিয়াগো বার্নাব্যুয়ে অলৌকিক কিছু করার ডাক দিয়েছিলেন ইয়ুর্গেন ক্লপ। কিন্তু সেটা আর সফল হয়নি। ম্যাচ শুরুর আগে তিনি জানিয়েছিলেন, এক ভাগ সম্ভাবনা থাকলেও আমি চেষ্টা করব। তাঁর শিষ্যরা চেষ্টা করেছেন কিন্তু ম্যাচে ফলটা উল্টো হয়েছে। শেষবারের ফাইনালের মতো রিয়ালের কাছে সমান ১-০ ব্যবধানে হেরেছে তাঁর দল। এতে করে ক্ষত শুকানোর আগেই আবার একই দলের কাছে আঘাত পেল লিভারপুল।

ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলারের সঙ্গে নেইমারের তর্কযুদ্ধ

বছরের প্রথম ম্যাচে মেসিদের রুদ্ধশ্বাস জয়

স্পেনের লিগে ফের বর্ণবাদ-বিতর্ক, এবার শিকার বার্সেলোনা

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

সেকশন