Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

জিতেও বিদায় উরুগুয়ের

ক্রীড়া ডেস্ক

জিতেও বিদায় উরুগুয়ের

ঘানার জন্য প্রতিশোধের সুযোগ ছিল। ম্যাচ না জিততে পারলেও প্রতিশোধের কমই বা হলো কী! ঘানার বিপক্ষে ২-০ গোলের জয় পেলেও গোল ব্যাবধানে উরুগুয়েকে অতিক্রম করে সুপার সিক্সটিন নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়া। আর প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে দুবারের চ্যাম্পিয়ন উরুগুয়ে।

ম্যাচের ১৭ মিনিটের পাওয়া পেনাল্টি ঠেকিয়ে নায়ক গোলরক্ষক সের্হিও রোচেত।

ঘানার পেনাল্টি মিসের পর যেন প্রাণ ফিরে পায় উরুগুয়ে। তাদের আক্রমণে প্রথম সাফল্য আসে ২৬ মিনিটে। ডান প্রান্ত থেকে লম্বা করে ক্রস করেন ফাকুন্দো পেয়েস্ত্রি। বক্সের ভেতরে থাকা লুইস সুয়ারেজের শট ফিরিয়ে দেন। কিন্তু ফিরতি বল পেয়ে যান জর্জিয়ান দি আরস্তাকায়েতা। তাঁর পা থেকেই চলতি বিশ্বকাপে প্রথম গোলের দেখা পায় উরুগুয়ে।

দ্বিতীয় গোলটি প্রথমার্ধের অতিরিক্ত সময়ে। এবারও আগের গোলের তিন কারিগর ছিলেন সুয়ারেজ, পেয়েস্ত্রি ও আরস্তাকায়েতা। পেয়েস্ত্রি বল বাড়িয়ে দেন বক্সের সামনে থাকা লুইস সুয়ারেজের কাছে। সুয়ারেজের পজিশন ব্লক হয়ে যাওয়ায় বাড়িয়ে দেন আরাস্তাকায়েতার দিকে। আবারও গোল। ২-০ গোলের লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে উরুগুয়ে।

দ্বিতীয়ার্ধে আরও বেশি আক্রমণাত্মক ছিল উরুগুয়ে। ঘানাকে সে হিসাবে রক্ষণ ও আক্রমণ দুই চেষ্টাই করতে দেখা গেছে। রক্ষণ সামলে আক্রমণের দিকে যাচ্ছিল, কিন্তু সবচেয়ে বড় ঘটনাটা ঘটে গ্রুপের অন্য ম্যাচে। পর্তুগালের বিপক্ষে জয় ছিনিয়ে নেয় দক্ষিণ কোরিয়া। ফলে গোল ব্যবধান সমান হওয়ায় দ্বিতীয় পর্ব নিশ্চিত করার পক্ষে এগিয়ে যায় কোরিয়া। উরুগুয়ের তাই আরও গোল প্রয়োজন ছিল। ৯১ মিনিটে কাভানির হেড ঘানার গোলরক্ষক লরেন্স আটি-জিগি ফিরিয়ে দেওয়ায় আর গোল হয়নি। তাই শেষ পর্যন্ত গোল ব্যবধানে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিল উরুগুয়ে। 

কোন ভয়ে রোনালদো খেলছেন না আজ

দু্ই মেসিকে নিয়ে ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের দল ঘোষণা আর্জেন্টিনার

সাক্ষাৎকারের সময়ই ১৩ কোটি টাকা দামের ঘড়ি-জামাকাপড় পরেছিলেন নেইমার

ভারত ম্যাচ নিয়ে মানসিকভাবে ‘প্রস্তুত’ বাংলাদেশ

আর্জেন্টিনা ম্যাচ সামনে রেখে ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার

তিন ম্যাচে দ্বিতীয় হার দেখলেন রোনালদো

বরফে ঢাকা গ্রিনল্যান্ড যেভাবে ফুটবলের স্বপ্ন বুনছে

রিয়ালের ‘ব্ল্যাংক চেক’ প্রস্তাব, টাকার অঙ্ক বসাননি নেইমার

ইতিহাস গড়তে নামছে আফগানিস্তান, খেলা দেখবেন কোথায়

আরব আমিরাতের বিপক্ষে কোথায় পিছিয়ে বাংলাদেশ, জানেন অধিনায়ক