Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

লুটনকে ‘লুটেপুটে’ প্রথম জয় চেলসির 

ক্রীড়া ডেস্ক

লুটনকে ‘লুটেপুটে’ প্রথম জয় চেলসির 

গত মৌসুমের মতো এবারও প্রিমিয়ার লিগে হতাশাজনক শুরু করেছিল চেলসি। প্রথম দুই ম্যাচের কোনোটিতেই তারা জিততে পারেনি। গতকাল লুটন টাউনকে উড়িয়ে মৌসুমের প্রথম জয় পেয়েছে চেলসি। চেলসির বড় জয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন রাহিম স্টার্লিং। 

স্ট্যামফোর্ড ব্রিজে গতকাল খুব দ্রুতই এগিয়ে যায় চেলসি। ১৭ মিনিটে মালো গুস্তোর অ্যাসিস্টে গোল করেন স্টার্লিং। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে চেলসি। দ্বিতীয়ার্ধে গোল করার চেষ্টা করলেও সহজে গোল পাচ্ছিল না তারা। অবশেষে ৬৮ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় ব্লুজরা। এবারও গোলটি করেন স্টার্লিং। অ্যাসিস্ট করেছেন গুস্তো। এরপর ৭৫ মিনিটে গোল করেন নিকোলাস জ্যাকসন। যা প্রিমিয়ার লিগে তাঁর প্রথম গোল। শেষ পর্যন্ত লুটন টাউনের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে চেলসি। 

এবারের মৌসুমে প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলেছে চেলসি। ১টি করে ম্যাচ জিতেছে, ড্র করেছে ও হেরেছে ব্লুজরা। ২ ম্যাচে ৬ পয়েন্ট পেয়েছে ব্রাইটন, ম্যানচেস্টার সিটি দুই দলই। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে ব্রাইটন। টুর্নামেন্টে ৮ গোলের বিপরীতে হজম করেছে ২ গোল। আর সিটি ৪ গোল করে এখন পর্যন্ত গোল হজম করেনি।

পিএসজিকে রুখতে প্রস্তুত সালহরা

সৌদি আরবে সুদানের বিপক্ষে খেলবে বাংলাদেশ

রিয়ালকে হারানোর সুযোগ দেখছেন সিমিওনে

আরব আমিরাত থেকে ফিরেই লম্বা ছুটিতে আফঈদারা

কোন ভয়ে রোনালদো খেলছেন না আজ

দু্ই মেসিকে নিয়ে ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের দল ঘোষণা আর্জেন্টিনার

সাক্ষাৎকারের সময়ই ১৩ কোটি টাকা দামের ঘড়ি-জামাকাপড় পরেছিলেন নেইমার

ভারত ম্যাচ নিয়ে মানসিকভাবে ‘প্রস্তুত’ বাংলাদেশ

আর্জেন্টিনা ম্যাচ সামনে রেখে ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার

তিন ম্যাচে দ্বিতীয় হার দেখলেন রোনালদো