বাফুফে কার্যনির্বাহী কমিটির ১৫ তম সদস্য হিসেবে নির্বাচিত হলেন সাইফুর রহমান মনি। এর আগে তিনবার নির্বাচন করেও জিততে পারেননি তিনি। আজ বাফুফে ভবনে অনুষ্ঠিত ভোটের লড়াইয়ে সাবেক এই ফুটবলার ৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী এখলাস উদ্দিন পেয়েছেন ৫১ ভোট।
নির্বাচনে জিতে উচ্ছ্বসিত মনি বললেন, ‘চতুর্থবারের প্রচেষ্টায় অবশেষে জিতলাম। একটি সদস্য পদের জন্য কাউন্সিলররা কষ্ট করে এসেছেন। এ জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা।’
গত ২৬ অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে এই দুজনের মধ্যে টাই হয়েছিল। সে সময় এখলাস উদ্দিন ও সাইফুর রহমান মনি সমান ভোট (৬১) পান।
মনি জাতীয় দলের সাবেক স্ট্রাইকার, ছিলেন বাংলাদেশের ২০০৩ সাফজয়ী দলেও। বর্তমানে প্রিমিয়ার লিগের ক্লাব চট্টগ্রাম আবাহনীর কোচ। অন্যদিকে এখলাছ চুয়াডাঙ্গা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফএ) সভাপতি।