হোম > খেলা > ফুটবল

ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ নিয়ে স্ট্যাটাস দেওয়ায় ফুটবলারের চুক্তি বাতিল 

ক্রীড়া ডেস্ক

ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধের প্রভাব ছড়িয়ে পড়েছে সবখানে। তাতে খেলোয়াড়েরা নানারকম প্রতিবাদী স্ট্যাটাস দিচ্ছেন। এর জেরে খেলোয়াড়দের সঙ্গে চুক্তি বাতিল করে দিচ্ছে ক্লাবগুলো। তেমনই নেদারল্যান্ডসের ফুটবলার আনোয়ার আল গাজির সঙ্গে চুক্তি বাতিল করেছে জার্মানির ক্লাব মেইঞ্জ। 

আল গাজির সঙ্গে চুক্তি বাতিলের কথা গতকাল নিশ্চিত করেছে মেইঞ্জ। ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ নিয়ে পোস্ট দেওয়াতেই মূলত তার সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে বলে জানিয়েছে মেইঞ্জ। এক বিবৃতিতে জার্মান ক্লাবটি বলেছে, ‘সামাজিকমাধ্যমে তার পোস্ট ও মন্তব্য দেখে আল গাজির সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ চুক্তি বাতিলের পর টুইটারে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন আল গাজি। ডাচ ফরোয়ার্ড নিজের টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘যা সঠিক তার পক্ষেই দাঁড়ান। যদি আপনি একা থাকেন তবু। গাজায় নিরাপরাধ ও বিপদগ্রস্থ মানুষের সঙ্গে তুলনা করলে আমার জীবিকা চলে যাওয়া তেমন ক্ষতিকর কিছু না।’ শেষে স্টপ দ্য কিলিং হ্যাশট্যাগ দিয়েছেন আনোয়ার আল গাজি। 

এর আগে গত ১৭ অক্টোবর আল গাজির এক পোস্টের প্রেক্ষিতে তাকে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছিল মেইঞ্জ। পরে সেই পোস্ট ডিলিট করে দেন ডাচ এই ফরোয়ার্ড। তারপর ২৭ অক্টোবর আল গাজি সবকিছু স্পষ্ট করে বলেছেন, ‘সামাজিকমাধ্যমে দেওয়া আমার আগের বিবৃতিগুলোকে ভুল বোঝা হয়েছে। আমি স্পষ্ট করে বলতে চাই যে শান্তি ও মানবতার পাশে আছি।’ 

এরপর ৩০ অক্টোবর তাঁর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে মেইঞ্জ দ্বিতীয়বার একটা সুযোগ দিয়েছিল। ১ নভেম্বর সামাজিক মাধ্যমে আবারও এক পোস্টে ডাচ ফরোয়ার্ড জানিয়েছেন যে তাঁর (আল গাজি) ছাড়া ক্লাব নিজের মতো বিবৃতি দিয়েছে। ডাচ ফরোয়ার্ড লিখেছেন, ’ আমার অবস্থান ও বিবৃতি থেকে আমি বিন্দুমাত্র সরছি না। আজ, সবসময় ও জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত মানবতা ও নিপীড়িত মানুষের পক্ষে থাকব।’ 

বয়সভিত্তিক, মূল দল সহ ক্লাব ফুটবলে সব মিলিয়ে ৩২৯ ম্যাচ খেলেছেন আল গাজি। ৭৯ গোলের পাশাপাশি ৪১ গোলে অ্যাসিস্ট করেছেন। যার মধ্যে মেইঞ্জের হয়ে ৩ ম্যাচে কোনো গোল করতে না পারলেও ১ গোলে অ্যাসিস্ট করেছেন ডাচ এই ফরোয়ার্ড।

ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলারের সঙ্গে নেইমারের তর্কযুদ্ধ

বছরের প্রথম ম্যাচে মেসিদের রুদ্ধশ্বাস জয়

স্পেনের লিগে ফের বর্ণবাদ-বিতর্ক, এবার শিকার বার্সেলোনা

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

সেকশন