হোম > খেলা > ফুটবল

হেরেই ইতালি সমর্থকদের ব্যাপক মারধর করেছেন ইংলিশ সমর্থকেরা

ক্রীড়া ডেস্ক

ওয়েম্বলিতে ফাইনালে হারের হতাশায় মারামারিতে জড়িয়েছেন ইংলিশ সমর্থকেরা। ভিডিও ফুটেজে দেখা গেছে, খেলা শেষে স্টেডিয়ামের যে গেট দিয়ে ইতালিয়ান সমর্থকেরা বেরোচ্ছিলেন, সেটির কাছাকাছি জড়ো হয়েছিলেন প্রচুর ইংলিশ সমর্থক। এই সুযোগে ইচ্ছেমতো ইতালিয়ান সমর্থকদের মারধর করেছেন তাঁরা! হারের হতাশায় মাঠের বাইরে দোকানপাট, গাড়ি ভাঙচুরও করেছেন ইংলিশ সমর্থকেরা।

একটা বড় শিরোপা উৎসবের অপেক্ষায় ছিল ওয়েম্বলি। টাইব্রেকারে হেরে আরেকবার হতাশ হতে হয়েছে ইংলিশদের। ফাইনাল হারের বেদনা সামলাতে না পেরে ইংলিশ সমর্থকদের বিরুদ্ধে উঠেছে উগ্র আচরণের অভিযোগ। খেলা শেষে মাঠ থেকে বেরোনোর সময় ফ্যান জোনে ইতালিয়ান সমর্থকদের ওপর হামলা চালিয়েছেন ইংল্যান্ড সমর্থকেরা। এই মারামারির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, ইতালি সমর্থকদের বেছে বেছে মারধর করা হচ্ছে। কেউ কেউ পালিয়ে বাঁচার চেষ্টা করেছেন! কেউ আবার প্রতিবাদ করতে গিয়ে অতিরিক্ত মার খেয়েছেন। চড়, কিল, লাথি, ঘুষি, ফেলে পেটানো —কিছুই বাদ থাকেনি। একই সঙ্গে ইতালির জাতীয় পতাকার অবমাননা ও বর্ণবিদ্বেষপূর্ণ মন্তব্যেরও অভিযোগ উঠেছে ইংলিশ সমর্থকদের বিরুদ্ধে। এরই মধ্যে কিছু সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। বিষয়টি আরও খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন ও উয়েফা।

সেমিফাইনালেও মাঠের বাইরে ডেনমার্ক সমর্থকদের মারধরের অভিযোগ উঠেছিল ইংল্যান্ড সমর্থকদের ওপর।

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

পথ হারানো রিয়ালের জয়ের রহস্য জানালেন ব্রাজিলের ফুটবলার

কাবরেরা-বাটলারকে রেখে দিল বাফুফে

মেসিদের লিগে নেইমারকে নিয়ে এত টানাটানি

সেকশন