হোম > খেলা > ফুটবল

আত্মঘাতী গোল করে যে রেকর্ডে বেলজিয়ান ডিফেন্ডার

ক্রীড়া ডেস্ক

রেকর্ড ভাঙা-গড়ার খেলা ক্রীড়াঙ্গনে খুবই সাধারণ ঘটনা। তবে কিছু কিছু রেকর্ড খেলোয়াড়েরা অবশ্যই ভুলে থাকতে চান। তেমনি এক ‘বিব্রতকর রেকর্ড’ গতকাল লিভারপুল-লেস্টার সিটি ম্যাচে গড়েছেন বাউট ফায়েস। জোড়া আত্মঘাতী গোল করেছেন বেলজিয়ান এই ডিফেন্ডার। 

অ্যানফিল্ডে গতকাল ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে লিভারপুলের বিপক্ষে এগিয়ে গিয়েছিল লেস্টার সিটি। চার মিনিটে প্যাটসন ডাকার অ্যাসিস্টে গোল করেছিলেন কিয়েরনান ডিউসবারি হল। তবে প্রথমার্ধের শেষ দিকে এসে হোঁচট খায় লেস্টার। ৩৭ মিনিটের সময় লিভারপুল রাইট ব্যাক ট্রেন্ট আলেকজান্ডার আরনল্ড ক্রস করেছিলেন। ফায়েস বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল জড়ান। আর ৪৫ মিনিটে আরও একটি আত্মঘাতী গোল করেন লেস্টার ডিফেন্ডার। ২-১ গোলে ম্যাচ জেতে লিভারপুল। 
 
ইংলিশ প্রিমিয়ার লিগে চতুর্থ ফুটবলার হিসেবে এক ম্যাচে জোড়া আত্মঘাতী গোল করলেন ফায়েস। সর্বপ্রথম ১৯৯৯ সালে এক ম্যাচে জোড়া আত্মঘাতী গোল হয়েছিল। অ্যানফিল্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে জোড়া আত্মঘাতী গোল করেছিলেন লিভারপুল ডিফেন্ডার জেমি ক্যারাঘার। ইউনাইটেড ৩-২ গোলে ম্যাচ জিতেছিল। 

ইংলিশ প্রিমিয়ার লিগে এক ম্যাচে জোড়া আত্মঘাতী গোল

খেলোয়াড়                      বছর        দল           প্রতিপক্ষ
জেমি ক্যারাঘার              ১৯৯৯   লিভারপুল   ম্যানচেস্টার ইউনাইটেড
মাইকেল প্রক্টর                ২০০৩    সাদারল্যান্ড     চার্লটন
জোনাথন ওয়াল্টারস        ২০১৩    স্টোক সিটি     চেলসি
বাউট ফায়েস                 ২০২২    লেস্টার সিটি    লিভারপুল

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

পথ হারানো রিয়ালের জয়ের রহস্য জানালেন ব্রাজিলের ফুটবলার

কাবরেরা-বাটলারকে রেখে দিল বাফুফে

মেসিদের লিগে নেইমারকে নিয়ে এত টানাটানি

সেকশন