হোম > খেলা > ফুটবল

মেসির ‘অশোভন আচরণ’ নিয়ে মেক্সিকোর ফুটবলারের ক্ষোভ

ক্রীড়া ডেস্ক    

আলোচনা-সমালোচনা তো লিওনেল মেসিকে নিয়ে কম হচ্ছে না। আন্তর্জাতিক ফুটবল ও ক্লাব ফুটবলে অসংখ্য শিরোপা জিতেছেন। প্রশংসার পাশাপাশি ভক্ত-সমর্থকদের দুয়োধ্বনিও কম পাননি তিনি। এবার আর্জেন্টিনার এই তারকা ফুটবলারের আচরণ নিয়ে প্রশ্ন তুললেন মেক্সিকোর সাবেক এক ফুটবলার।

২০২৫ সালের প্রথম ম্যাচ ইন্টার মায়ামি খেলেছে পরশু সকালে। লাস ভেগাসের অ্যালিজিয়েন্ট স্টেডিয়ামে ক্লাব প্রীতি ম্যাচে মায়ামির প্রতিপক্ষ ছিল ক্লাব আমেরিকা। মাঠে ভক্ত-সমর্থকদের দুয়োধ্বনির জবাবে মেসি গ্যালারির দিকে তিন আঙুল দেখিয়েছেন। এটা দিয়ে আর্জেন্টিনার তিন শিরোপা বোঝাতে চেয়েছেন। আঙুলের ইশারায় এরপর বুঝিয়েছেন মেক্সিকো কোনো বিশ্বকাপ জিততে পারেনি।

মেসির এই ইঙ্গিতপূর্ণ ঘটনা সামাজিকমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে। আর্জেন্টাইন ফরোয়ার্ডের এমন আচরণ নিয়ে পক্ষে-বিপক্ষে চলছে সমালোচনা। মেক্সিকোর সাবেক ফুটবলার অ্যাদোলফো বাউতিস্তার কাছে মেসির এই আচরণ মনে হয়েছে ‘অশোভন’। ইনস্টাগ্রামে মেসির আর্জেন্টিনার জার্সি পরিহিত একটা ছবি পোস্ট করেছেন বাউতিস্তা। মেক্সিকোর সাবেক ফুটবলার ক্যাপশন দিয়েছেন, ‘আমি তোমাকে আমি খেলোয়াড় হিসেবে পছন্দ করি। কিন্তু আমার দেশকে নিয়ে বাজে আচরণ করা তোমার পেশাদারত্ব নিয়ে প্রশ্ন ওঠে। তোমার যে শিক্ষার অভাব রয়েছে সেটা স্পষ্ট।’

ক্লাব আমেরিকার বিপক্ষে ক্লাব প্রস্তুতি ম্যাচে ৩৪ মিনিটে গোল দুর্দান্ত এক গোল করেন মেসি। ক্লাব আমেরিকার এক ডিফেন্ডার হেড দিয়ে বলটা সরাতে চেয়েছিলেন। সেখান থেকে পাস দেন লুইস সুয়ারেজ। বন্ধুর পাস রিসিভ করে হেডে লক্ষ্যভেদ করেন মেসি। ২০০৫ থেকে ২০২৫—টানা ২১ বছর পেশাদার ফুটবলে গোলের কীর্তি গড়েন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। ক্লাব আমেরিকা-ইন্টার মায়ামি ম্যাচ পরশু মূল ম্যাচ ড্র হয়েছে ২-২ গোলে। এরপর টাইব্রেকারে ৩-২ গোলে জয় পায় মায়ামি।

আরও পড়ুন: বছরের প্রথম ম্যাচে মেসিদের রুদ্ধশ্বাস জয়

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল