দারুণ আক্রমণাত্মক ফুটবল খেলেও সাফের প্রথম দিনে নেপালের কাছে হেরে গিয়েছিল টুর্নামেন্টের স্বাগতিক মালদ্বীপ। বাংলাদেশের বিপক্ষে আজ রাত ১০টায় শুরু হওয়া ম্যাচটা তাই দ্বীপরাষ্ট্রের জন্য অলিখিত ফাইনাল!
নিজেদের মাঠে ফাইনালে ওঠার লড়াইয়ে মালদ্বীপের জন্যই বেশি চাপের কারণ হয়ে দাঁড়াবে বলে মনে করেন বাংলাদেশ কোচ অস্কার ব্রুজোন। চাপে থাকা স্বাগতিকদের হারিয়ে ফাইনালে যাওয়ার সমীকরণটা আজই শেষ করতে চান তিনি।
প্রথম দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পাঁচ দলের মধ্যে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে বাংলাদেশ। ৬ পয়েন্টে শীর্ষে নেপাল। বাংলাদেশের সঙ্গে ড্র করে ১ পয়েন্ট পেয়েছে ভারত। মালদ্বীপ হেরেছে তাদের প্রথম ম্যাচ। বাংলাদেশের সঙ্গে ম্যাচটি টুর্নামেন্টে তাদের দ্বিতীয় ম্যাচ। দুই ম্যাচ হেরে সমীকরণের বাইরে চলে গেছে শ্রীলঙ্কা। মালদ্বীপের সঙ্গে আজ হেরে গেলে কিংবা ড্র করলে ১৩ অক্টোবর নেপাল ম্যাচে ফাইনালে যাওয়ার সমীকরণটা কঠিন হয়ে যাবে বাংলাদেশের জন্য।
অপেক্ষাটা লম্বা করতে রাজি নন ব্রুজোন। বলেছেন, ‘টুর্নামেন্টের শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল ম্যাচ ধরে ধরে এগোনো। আমরা পয়েন্ট টেবিল নিয়ে ভাবছি না, প্রতিপক্ষের র্যাঙ্কিং নিয়েও মাথা ঘামাচ্ছি না। ৩ পয়েন্ট পাওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামব এবং পরদিন নতুন করে পরিকল্পনা সাজাব। আজ যদি ৩ পয়েন্ট পাই, তাহলে শেষ ম্যাচে নেপালের বিপক্ষে ড্র হলেই আমাদের ফাইনাল খেলা সম্ভব।’
বাংলাদেশ কোচকে বিশেষ শ্রদ্ধা করছেন মালদ্বীপ কোচ আলী সুজাইন। বললেন, ‘বাংলাদেশ এই মুহূর্তে দারুণ উজ্জীবিত। বিশেষ করে ভারতের বিপক্ষে ১০ জনের দল নিয়ে তারা যেভাবে খেলছে, দেখেই বোঝা গেছে তাদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। পরিশ্রম করে খেলেছে। বাংলাদেশ কোচের প্রতি আমার শ্রদ্ধা আছে। ম্যাচটা মোটেও সহজ হবে না। প্রথম ম্যাচের পর আমরা পাঁচ দিন বিশ্রাম পেয়েছি ঠিকই। তবে ম্যাচটা খুব কঠিন হবে।’
বিপ্লব ভট্টাচার্য, সাবেক ফুটবলার
শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে চার পয়েন্ট নিয়ে ফুরফুরে মেজাজে স্বাগতিক মালদ্বীপের মুখোমুখি হচ্ছেন জামাল ভূঁইয়ারা। ২০০৫ সালের পর সাফের আরেকটি ফাইনাল খেলতে আজকের ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে জয়ের কোনো বিকল্প দেখছেন না বাংলাদেশ জাতীয় দলের সাবেক গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য। আজকের পত্রিকাকে তিনি বলেছেন, ‘আমি বলব মালদ্বীপ ম্যাচটা আমাদের জন্য ফাইনাল! এই ম্যাচটা যদি আমরা জিতি তাহলে ফাইনাল খেলতে পারি, সেটা বলে দেওয়া যায়। আমাদের এখন ৪ পয়েন্ট। যদি মালদ্বীপকে না হারাতে পারি তাহলে ফাইনাল খেলাটা অনেক কষ্টের হয়ে যাবে।’
করোনা সংক্রমণের ভয়ে সাফে মালে জাতীয় স্টেডিয়ামের আসনসংখ্যা ৫ হাজারে সীমাবদ্ধ রেখেছে মালদ্বীপ সরকার। আজকের ম্যাচের অধিকাংশ আসন দখল করেছেন স্বাগতিক দর্শকেরা। টিকিট কিনতে না পেরে রীতিমতো হাহাকার করেছেন প্রবাসী বাংলাদেশিরা। গ্যালারিতে আজ হয়তো শ্রীলঙ্কা-ভারত ম্যাচের মতো সমর্থন পাবেন না জামাল ভূঁইয়ারা। অবশ্য এ নিয়ে চিন্তাও করছেন না জামাল।
বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘তারা নিজেদের দর্শকদের সামনে খেলবে। আমার দল এসবে গুরুত্ব দেয় না। এসব নিয়ে ভাবছিও না। সব চিন্তা এখন ম্যাচে ভালো খেলা, ৩ পয়েন্ট নেওয়া।’