Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

জার্মানিতেও অভ্যাসটা তাড়াতে পারল না বার্সা 

ক্রীড়া ডেস্ক

জার্মানিতেও অভ্যাসটা তাড়াতে পারল না বার্সা 

নাপোলি, গালাতাসারাই হয়ে জার্মান ক্লাব আইনট্র্যাখট ফ্রাংকফুর্ট—এই তিনটা দলের একটা মিল আছে। কেমন? তিনটা দলের সঙ্গেই ইউরোপা লিগের প্রথম লেগে ড্র করেছে বার্সেলোনা। পার্থক্য হচ্ছে, প্রথম দুই দলের সঙ্গে নিজেদের মাঠে ড্র হয়েছিল কাতালানদের। শেষটা হলো গতকাল, জার্মানিতে গিয়ে ১-১ গোলের ড্র। এবং দশজনের দলের বিপক্ষে! 

তবে জার্মানিতে বার্সার সাম্প্রতিক যে ইতিহাস, তাতে এই এক গোলের ড্রটাকেও বড় মনে হতে পারে। জার্মানিতে এসে শেষ তিন ম্যাচেই বড় ব্যবধানে হেরেছে দলটা। এই তিন ম্যাচে গোল হজম করেছে ১৪টি। অবশ্য সবগুলো ম্যাচেই বার্সার প্রতিপক্ষ ছিল বায়ার্ন মিউনিখ। 

ইউরোপা লিগে খেলতে হচ্ছে বলে নিজেরা যে নড়বড়ে কোনো দল নয়, সেটা বার্সাকে ভালোই বুঝিয়েছে ফ্রাংকফুর্ট। যদিও বুন্দেসলিগার নবম স্থানে আছে, নিজেদের মাঠে বার্সাকে গতকাল ভালো পরীক্ষার মাঝেই রেখেছিল জার্মান দলটা। এর মাঝে আবার ২৩ মিনিটেই চোট নিয়ে মাঠ ছাড়েন বার্সার অভিজ্ঞ ডিফেন্ডার জেরার্ড পিকে। 

রক্ষণে নড়বড়ে বার্সার বিপক্ষে ফ্রাংকফুর্ট লিড নেয় ৪৮ মিনিটে। তরুণ আনসগার কানাউফের বক্সের মুখ থেকে নেওয়া শট ঠেকানোর কোনো রাস্তা ছিল না বার্সা গোলরক্ষক আন্দ্রে টের স্টেগানের। এই গোলের পর বার্সার রক্ষণে বাড়তে থাকে আরও চাপ। 

মাটি কামড়ে রক্ষণ সামলে বার্সা সমতায় ফেরে তোরেসের গোলে। বদলি দুই ফুটবলার ফ্রেংকি ডি ইয়ং ও উসমানে দেম্বেলের পা ঘুরে ৬৬ মিনিটে বল জালে জড়ান স্প্যানিশ ফরোয়ার্ড। আর তাতেই ছন্দপতন ফ্রাংকফুর্টের। পেদ্রিকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন স্বাগতিক ডিফেন্ডার তুতা। শেষ ১২ মিনিটে ১০ জনের দল নিয়ে খেলতে হয়েছে ফ্রাংকফুর্টের। এই সময়টাতে কিছুতেই প্রতিপক্ষের প্রতিরক্ষা দেয়াল ভাঙতে পারেনি বার্সা। সেমিতে ওঠার নিষ্পত্তি এখন আগামী বৃহস্পতিবার নিজ মাঠে করতে হবে জাভির দলকে।

জেতা ম্যাচে রিয়াল দেখল আর্জেন্টাইন আতঙ্ক

পিএসজিকে রুখতে প্রস্তুত সালহরা

সৌদি আরবে সুদানের বিপক্ষে খেলবে বাংলাদেশ

রিয়ালকে হারানোর সুযোগ দেখছেন সিমিওনে

আরব আমিরাত থেকে ফিরেই লম্বা ছুটিতে আফঈদারা

কোন ভয়ে রোনালদো খেলছেন না আজ

দু্ই মেসিকে নিয়ে ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের দল ঘোষণা আর্জেন্টিনার

সাক্ষাৎকারের সময়ই ১৩ কোটি টাকা দামের ঘড়ি-জামাকাপড় পরেছিলেন নেইমার

ভারত ম্যাচ নিয়ে মানসিকভাবে ‘প্রস্তুত’ বাংলাদেশ

আর্জেন্টিনা ম্যাচ সামনে রেখে ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার