Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

আল-নাসরের বরখাস্ত কোচের সঙ্গে কাজ করে ভালো লেগেছে রোনালদোর

ক্রীড়া ডেস্ক

আল-নাসরের বরখাস্ত কোচের সঙ্গে কাজ করে ভালো লেগেছে রোনালদোর

আল-নাসরের কোচ রুডি গার্সিয়া বরখাস্ত হওয়ার পরই আলোচনায় ক্রিস্টিয়ানো রোনালদো। সামাজিক যোগাযোগমাধ্যমে চলতে থাকে বিদ্রূপ। তবে রোনালদো ভুল প্রমাণ করলেন নেটিজেনদের। গার্সিয়াকে শুভকামনা জানিয়েছেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।

গতকাল আল-নাসরের কোচের পদ থেকে বরখাস্ত হয়েছেন গার্সিয়া। সৌদি ক্লাবটি তাদের টুইটার অ্যাকাউন্টে গার্সিয়ার চাকরিচ্যুত হওয়ার কথা নিশ্চিত করে। রোনালদো এখানে আলোচনায় আসার কারণ অবশ্য একটু পুরোনো। গত বছরের শেষের দিকে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আল-নাসরে এসেছেন পর্তুগিজ এই তারকা ফুটবলার। রোনালদোর চেয়ে লিওনেল মেসিই নাকি গার্সিয়ার বেশি পছন্দ ছিলেন, এমন কথা প্রচার হয়েছিল। পর্তুগিজ ফরোয়ার্ডের অসন্তুষ্ট হওয়ার গুঞ্জন চলতে থাকে। সেই গুঞ্জন হাওয়ায় মিলিয়ে দিয়েছেন রোনালদো নিজেই। গতকাল নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পর্তুগিজ এই তারকা ফুটবলার লেখেন, ‘আপনার সঙ্গে আনন্দ নিয়ে কাজ করেছি। ভবিষ্যতের জন্য অসংখ্য শুভ কামনা।’ 

গত বছরের ১ জুলাই আল-নাসরের কোচের দায়িত্ব পেয়েছিলেন গার্সিয়া। গত ১০ মাসে তাঁর অধীনে আল-নাসর খেলেছে ২৬ ম্যাচ। ২৬ ম্যাচে জিতেছে ১৮ ম্যাচ, ড্র করেছে ৫ ম্যাচ ও ৩ ম্যাচ হেরেছে। যেখানে এ বছরের জানুয়ারিতে আল-ইত্তিহাদের কাছে হেরে সৌদি সুপার কাপের সেমিফাইনাল থেকে বিদায় নেয় আল-নাসর। আর সৌদি প্রো লিগে দ্বিতীয় স্থানে আছে আল-নাসর। ২৩ ম্যাচে ৫৩ পয়েন্ট সৌদির এই ক্লাবের। যেখানে আল-ফেইহার সঙ্গে গোলশূন্য ড্র করেছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল।

কোন ভয়ে রোনালদো খেলছেন না আজ

দু্ই মেসিকে নিয়ে ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের দল ঘোষণা আর্জেন্টিনার

সাক্ষাৎকারের সময়ই ১৩ কোটি টাকা দামের ঘড়ি-জামাকাপড় পরেছিলেন নেইমার

ভারত ম্যাচ নিয়ে মানসিকভাবে ‘প্রস্তুত’ বাংলাদেশ

আর্জেন্টিনা ম্যাচ সামনে রেখে ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার

তিন ম্যাচে দ্বিতীয় হার দেখলেন রোনালদো

বরফে ঢাকা গ্রিনল্যান্ড যেভাবে ফুটবলের স্বপ্ন বুনছে

রিয়ালের ‘ব্ল্যাংক চেক’ প্রস্তাব, টাকার অঙ্ক বসাননি নেইমার

ইতিহাস গড়তে নামছে আফগানিস্তান, খেলা দেখবেন কোথায়

আরব আমিরাতের বিপক্ষে কোথায় পিছিয়ে বাংলাদেশ, জানেন অধিনায়ক