হোম > খেলা > ফুটবল

কোচ-অধিনায়কের উল্টো সুর সাদের

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: বিশ্বকাপ বাছাইয়ে ভারত-আফগানিস্তান ম্যাচ নিয়ে বড় আশা বাংলাদেশের। বাছাইপর্বে এখন পর্যন্ত কোনো জয় আসেনি। অন্তত একটা জয়ের অপেক্ষায় আছেন অধিনায়ক জামাল ভূঁইয়া ও কোচ জেমি ডে। তবে সাদ উদ্দিন বলছেন, বাস্তবতার সঙ্গে মেলালে ফুটো হয়ে যেতে পারে বাংলাদেশি সমর্থকদের আশার বেলুন।

বাছাইপর্ব সামনে রেখে জাতীয় দলের ক্যাম্প শুরু হয়েছিল ১৬ মে। ক্যাম্পের প্রথম দিনই অধিনায়ক জামাল দাবি করেছিলেন, ‘ভারত-আফগানিস্তান তেমন আহামরি কোনো দল নয়।’ কোচ জেমি ডেও অধিনায়কের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন, ‘বাংলাদেশের খুব সামর্থ্য আছে এ দুই দলকে হারিয়ে দেওয়ার।’

নিজেদের সামর্থ্য নিয়ে কোচ ও অধিনায়কের কথা আশা জাগালেও, পরিসংখ্যান ও ইতিহাস বলছে ভিন্ন কথা। ১৯৭৯ সালের পর আফগানিস্তানকে হারাতে পারেনি বাংলাদেশ। ভারতের বিপক্ষে সর্বশেষ জয় ২০০৩ সালে সাফের ফাইনালে। এরপর দিন দিন বাংলাদেশের ফুটবলের মান নিচে নেমেছে। বিপরীতে আফগানিস্তান ও ভারত এগিয়েছে। বাংলাদেশের র‍্যাঙ্কিং যেখানে ১৮৪, আফগানদের র‍্যাঙ্কিং সেখানে ১৪৯, ভারতের ১০৫!

২০১৯ সালে বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম লেগে দারুণ এক হেডে ভারতের বিপক্ষে দলকে এগিয়ে দিয়েছিলেন সাদ। ৮৮ মিনিটে ভারত সমতায় না ফিরলে ঐতিহাসিক এক জয় নিয়েই ফিরতে পারত বাংলাদেশ। স্মৃতিটা তরতাজা। তারপরও জাতীয় দল উইঙ্গার বলছেন, ‘খুব কঠিন। আফগানিস্তান-ভারত আমাদের থেকে অনেক এগিয়ে। দুই দলই খুবই শক্তিশালী। গোল না খেলে ও সুযোগ হাতছাড়া না করলেই কেবল জয়ের সুযোগ থাকবে।’

লড়াইয়ের আগে বাংলাদেশের মূল সমস্যার নাম স্ট্রাইকার। শেষ পাঁচ ম্যাচে বাংলাদেশ হজম করেছে ৭ গোল, বিপরীতে দিয়েছে মাত্র ৩টি। এগিয়ে থাকা ভারত-আফগানদের সঙ্গে জেতার কথা উঠলেই সামনে আসে দুর্বল পরিসংখ্যান। ঘরোয়া ফুটবলে অতিরিক্ত বিদেশি নির্ভরতাকে কারণ হিসেবে দেখছেন সাদ, ‘বড় বড় সবগুলো দলেই বিদেশি খেলোয়াড়। ফরোয়ার্ড, মিডফিল্ড-গুরুত্বপূর্ণ জায়গায় বিদেশি। দেশীয়দের গোল করার সুযোগ একটু কম। কিছু ক্লাব অবশ্য দেশিদের ওপর ভরসা রেখেছে।’

ভারত ম্যাচের আগে ১ মাসের প্রস্তুতি চান বাংলাদেশ কোচ

আবারও রিয়ালের সভাপতি সেই পেরেজ

বাংলাদেশি বলেই যে দুঃখের গল্প শোনালেন বিজয়

ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলারের সঙ্গে নেইমারের তর্কযুদ্ধ

বছরের প্রথম ম্যাচে মেসিদের রুদ্ধশ্বাস জয়

স্পেনের লিগে ফের বর্ণবাদ-বিতর্ক, এবার শিকার বার্সেলোনা

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

সেকশন