হোম > খেলা > ফুটবল

আপাতত সাবিনা-ঋতুকে নিয়ে ভাবছে না নর্থ মেসিডোনিয়ার ক্লাব

জহির উদ্দিন মিশু, ঢাকা

সাবিনা খাতুন ও ঋতুপর্ণা চাকমাকে নিয়ে চিন্তাভাবনা নেই নর্থ মেসিডোনিয়ার ক্লাব টিভেরিজা ব্রেরার। ছবি: সংগৃহীত

নেপাল থেকে সাফের শিরোপা নিয়ে দেশে ফিরতেই সুখবর পেয়েছিলেন—সাবিনা খাতুন ও ঋতুপর্ণা চাকমাকে নিতে আগ্রহী নর্থ মেসিডোনিয়ার ক্লাব টিভেরিজা ব্রেরা। তড়িঘড়ি করে পাসপোর্টসহ সংশ্লিষ্ট কাগজপত্র জমা দেন দুজন। কিন্তু মাস পেরিয়ে গেলেও মেলেনি সুখবর।

গতকাল এ বিষয়ে কথা হয় টিভেরিজা ব্রেরার মহাপরিচালক আলেকসান্দ্রা টেরজিস্কিরের সঙ্গে। কোনো ইতিবাচক তথ্য দিতে পারেননি তিনিও, ‘মাত্রই আমাদের মৌসুমের অর্ধেক শেষ হয়েছে। এখন কিছু বলতে পারছি না। বোর্ড সভায় মৌসুমের বাকি সময়ের জন্য একটা বাজেট অনুমোদন হবে। এরপর আলোচনা করে বলতে পারব, বাংলাদেশ থেকে খেলোয়াড় নেব কি না।’

বাংলাদেশ থেকে সাবিনা ও ঋতুর ইউরোপযাত্রা নিয়ে কাজ করছেন নারী ফুটবল দলের গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল। তিনি মূলত শেখ রাসেল ক্রীড়া চক্রের সাবেক নর্থ মেসিডোনিয়ান কোচ ইয়োগোস্লাভ ত্রেনচোভস্কির মাধ্যমে প্রস্তাবটা পেয়েছিলেন। সর্বশেষ খবর জানতে কয়েক দিন ধরে চেষ্টা করেও নতুন কোনো তথ্য পাননি উজ্জ্বল। এ নিয়ে তিনি বলেছেন, ‘ত্রেনচোভস্কিকে ফোনে বার্তা দিয়েছি। তিনিও বিষয়টির সর্বশেষ জানেন না, জেনে আমাকে জানাবেন। এরপর ক্লাবের ডিরেক্টর টেরজিস্কিকেও বার্তা দিয়েছি, তিনি আমাকে জানিয়েছেন, আপাতত কোনো আপডেট নেই। নতুন কোনো সিদ্ধান্ত হলে জানাবেন। দুই দিন আগে আবার ক্লাবের ডিরেক্টরকে মেসেজ দিলাম, তিনি পড়ে আর উত্তর দেননি।’

বিষয়টি নিয়ে পরিষ্কার ধারণা দিতে পারেননি ত্রেনচোভস্কিও। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘ডিরেক্টর আমাকে বলেছিল, তার ক্লাব বাংলাদেশ থেকে কয়েকজন নারী ফুটবলার নিতে চায়। বিষয়টি নিয়ে উজ্জ্বলের সঙ্গে কথা বলি এবং কিছু তথ্য দিয়ে ক্লাবকে সহায়তা করি। তারপর কী হলো, তা আর বলতে পারব না।’

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, সব কাগজপত্র সঠিকভাবে জমা দেওয়ার সাত দিনের মধ্যে ভিসাপ্রক্রিয়া শেষ হয়ে যায়। জরুরি হলে তিন দিনের মধ্যে ভিসা চলে আসে। তবে কোনো কোনো ক্ষেত্রে আবার ১৫ দিনও সময় লাগে। অথচ নর্থ মেসিডোনিয়ার ভিসার অপেক্ষায় থেকে মাস পার করেও কোনো ইতিবাচক খবর পেলেন না সাবিনা-ঋতু। তবু আশা ছাড়ছেন না ঋতু, ‘আমরা প্রয়োজনীয় কাগজপত্র দিয়েছি। এখন কী হয় জানি না। হলে খুব ভালো হতো। ইউরোপে খেলতে পারাটা সত্যিই স্বপ্নের মতো।’

সব মিলিয়ে চরম অনিশ্চয়তায় পড়ে গেছে সাবিনা-ঋতুর ইউরোপযাত্রা।

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি