হোম > খেলা > ফুটবল

চ্যাম্পিয়নস লিগ খেলবে লিভারপুল, জোতার হুংকার

ক্রীড়া ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুম লিভারপুলের কাছে ‘রোলার-কোস্টার জার্নির’ মতো। ধারাবাহিকভাবে পারফর্ম করতেই পারছে না ইংলিশ ক্লাবটি। আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগ খেলাই অল-রেডদের কাছে বিরাট চ্যালেঞ্জ। তবে লিভারপুল এই চ্যালেঞ্জ জিতবে বলে বিশ্বাস করেন দিয়েগো জোতা। 

প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় এখন ছয় নম্বরে আছে লিভারপুল। ২৪ ম্যাচে ১১ জয়, ৬ ড্র ও ৭ পরাজয়ে অলরেডদের পয়েন্ট এখন ৩৯। পাঁচ ও চার নম্বরে থাকা নিউক্যাসল ও টটেনহামের পয়েন্ট ৪১ ও ৪৫। নিউক্যাসল ও টটেনহাম খেলেছে ২৪ ও ২৬ ম্যাচ। পয়েন্ট ব্যবধান কম হলেও লিভারপুলের সেরা চারে থাকা নির্ভর করছে অনেক সমীকরণের ওপর।

সেখানে অ্যানফিল্ডে আজ লিভারপুল খেলবে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। পয়েন্ট তালিকার তিনে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড ২৪ ম্যাচ খেলে পেয়েছে ৪৯ পয়েন্ট। 

টানা ম্যাচ জিতে সেরা চারে ওঠা সম্ভব মনে করেন জোতা। ম্যান ইউর বিপক্ষে ম্যাচকে তাই পাখির চোখ করছেন লিভারপুলের এই লেফট উইঙ্গার। পর্তুগিজ এই ফুটবলার বলেন, ‘আমার বিশ্বাস সেরা চারে আমরা শেষ করতে পারব। টটেনহাম চতুর্থ কিন্তু আমাদের হাতে আরও ম্যাচ আছে। টানা ম্যাচ জিতে আমরা সেরা চারে উঠতে পারি। ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ সবসময়ই বিশেষ। একই সঙ্গে তিন পয়েন্টও গুরুত্বপূর্ণ।’ 

চলতি মৌসুমে চোটে পড়ে অনেক ম্যাচ খেলতেই পারেননি জোতা। সব প্রতিযোগিতা মিলে খেলেছেন ১৩ ম্যাচ। কোনো গোল না করলেও ৬ গোলে অ্যাসিস্ট করেছেন।

ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলারের সঙ্গে নেইমারের তর্কযুদ্ধ

বছরের প্রথম ম্যাচে মেসিদের রুদ্ধশ্বাস জয়

স্পেনের লিগে ফের বর্ণবাদ-বিতর্ক, এবার শিকার বার্সেলোনা

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

সেকশন