হোম > খেলা > ফুটবল

ইউরোপা লিগের ফাইনালে দুই অজেয় মুখোমুখি

ক্রীড়া ডেস্ক

ইউরোপা লিগের ফাইনালে সেভিয়া অপ্রতিরোধ্য। ফাইনালে উঠে প্রতিবারই শিরোপা নিয়ে ফিরেছে তারা। অন্যদিকে উয়েফার টুর্নামেন্টের ফাইনালে উঠে হোসে মরিনহো কখনো রানার্সআপ হননি। এবারের ইউরোপা লিগের ফাইনালে মুখোমুখি হচ্ছে সেভিয়া-রোমা। 

গতকাল হয়েছে ইউরোপা লিগের সেমিফাইনালের সেকেন্ড লেগ। র‍্যামন স্যানচেজ পিজুয়ান স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে সেভিয়া-জুভেন্টাস। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ড্রয়ে। ৬৫ মিনিটে দুসান ভ্লাহোভিচের গোলে এগিয়ে যায় ‘তুরিনের বুড়িরা’। খুব দ্রুত সমতায় ফেরে সেভিয়া। ৭১ মিনিটে সমতাসূচক গোল করেন সুসো। ৯০ মিনিটের খেলা ১-১ গোলে শেষ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৫ মিনিটে এরিক ল্যামেলার গোলে দ্বিতীয় লেগে ২-১ গোলে জয় পায় সেভিয়া। দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে জিতে সপ্তমবারের মতো ইউরোপা লিগের ফাইনালে পৌঁছায় স্প্যানিশ এই ক্লাব। সর্বশেষ ২০২০ ইউরোপা লিগে ইন্টার মিলানকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল সেভিয়া। 

আরেক সেমিফাইনালে বে অ্যারেনায় মুখোমুখি হয় লেভারকুসেন-রোমা। দুই দলের সেমিফাইনালের দ্বিতীয় লেগ হয় গোলশূন্য ড্র। এই ম্যাচে বেশ দাপট দেখিয়ে খেলেছিল লেভারকুসেন। ৭২ শতাংশ বল দখলে নিয়ে জার্মানির এই ক্লাব ৬টি শট নিয়েছিল রোমার লক্ষ্য বরাবর। অন্যদিকে লেভারকুসেনের লক্ষ্য বরাবর কোনো শট নিতে পারেনি রোমা। আর দুই লেগ মিলে ১-০ গোলে জিতে ফাইনালে পৌঁছায় মরিনহোর দল। এই নিয়ে ষষ্ঠবারের মতো উয়েফার টুর্নামেন্টের ফাইনালে ওঠেন মরিনহো। এর আগে পোর্তো ও ইন্টার মিলানকে চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছেন। ম্যানচেস্টার ইউনাইটেড ও পোর্তোকে জেতান ইউরোপা লিগ। আর তাঁর (মরিনহো) গত মৌসুমের ইউরোপা কনফারেন্স লিগ জিতেছে রোমা। ৩১ মে বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় ইউরোপা লিগের ফাইনালে খেলবে সেভিয়া-রোমা।

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

পথ হারানো রিয়ালের জয়ের রহস্য জানালেন ব্রাজিলের ফুটবলার

কাবরেরা-বাটলারকে রেখে দিল বাফুফে

মেসিদের লিগে নেইমারকে নিয়ে এত টানাটানি

সেকশন