হোম > খেলা > ফুটবল

প্রথম দিনে মাঠে নামছে বসুন্ধরা কিংস ও মোহামেডান

আজকের পত্রিকা ডেস্ক­

দুই দিন আগে চ্যালেঞ্জ কাপে মুখোমুখি হয় কিংস-মোহামেডান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।

এবার প্রিমিয়ার লিগ হবে বসুন্ধরা কিংস অ্যারেনা, ময়মনসিংহ, কুমিল্লা ও মুন্সিগঞ্জে। ভেন্যুর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামকে। আর নতুন ভেন্যু গাজিপুরের শহীদ বরকত স্টেডিয়াম।

উদ্বোধনী দিনে মুন্সিগঞ্জে ব্রাদার্স খেলবে পুলিশের বিপক্ষে। গাজীপুরে ওয়ান্ডারার্সের প্রতিপক্ষ মোহামেডান। আর কিংস অ্যারেনায় স্বাগতিকরা খেলবে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে।

১০ দলের বিপরীতে পাঁচ ভেন্যু হওয়ায় দুটি করে ক্লাব এক ভেন্যুকে হোম হিসেবে পেয়েছে। সে হিসেবে মোহামেডান ও আবাহনীর হোম ভেন্যু কুমিল্লা, কিংস ও ফার্টিসের হোমভেন্যু কিংস অ্যারেনা, ব্রাদার্স ও রহমতগঞ্জের হোম ভেন্যু মুন্সিগঞ্জ। দুই নবাগত ওয়ান্ডারার্স ও ইয়ংমেন্সের হোম ভেন্যু গাজীপুর এবং চট্টগ্রাম আবাহনী ও বাংলাদেশ পুলিশের হোম ভেন্যু ময়মনসিংহ।

সূচি অনুযায়ী, সপ্তাহে দুই দিন শুক্র ও শনিবার থাকছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা। এদিকে ৩ ডিসেম্বর শুরু হবে ফেডারেশন কাপ। সপ্তাহে একদিন মঙ্গলবার হবে এই প্রতিযোগিতার ম্যাচ।

গত ২২ নভেম্বর চ্যালেঞ্জ কাপে মোহামেডানকে হারিয়ে শিরোপা জিতে মৌসুম শুরু করেছে বসুন্ধরা কিংস।

ফুটবলে বিনিয়োগে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়