Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

ড্র করেও বার্সার প্রশংসায় ইউনাইটেড তারকা 

ক্রীড়া ডেস্ক

ড্র করেও বার্সার প্রশংসায় ইউনাইটেড তারকা 

পিছিয়ে থেকে ঘুরে দাঁড়ানোর মন্ত্রটা যেন বার্সেলোনা ভালো করেই জানে। ইউরোপা লিগে গতকাল ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে পিছিয়ে থেকে ড্র করেছে কাতালানরা। সমতায় ফেরা বার্সাকে প্রশংসায় ভাসিয়েছেন ইউনাইটেড ফুটবলার মার্কাস রাশফোর্ড।

ন্যু ক্যাম্পে গতকাল প্রথমার্ধে কেউ কোনো গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে গোলমুখ খোলে বার্সেলোনা। ৫০ মিনিটে রাফিনহার অ্যাসিস্টে গোল করেন মার্কোস আলোনসো। এরপর ৫২ মিনিটে সমতায় ফেরে ম্যানইউ। ফ্রেডের অ্যাসিস্টে গোল করেন মার্কাস রাশফোর্ড। ৫৯ মিনিটে বার্সার সেন্টার ব্যাক জুলস কুন্দের আত্মঘাতী গোলে এগিয়ে যায় ইউনাইটেড। এরপর ৭৬ মিনিটে রাফিনহার গোলে সমতায় ফেরে কাতালানরা। শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র হয় বার্সা-ইউনাইটেড ম্যাচ।

ম্যাচ ড্র হওয়ায় রাশফোর্ড হতাশ হলেও বার্সেলোনার প্রশংসা করতে ভোলেননি। ইউনাইটেডের এই লেফট উইঙ্গার বলেন, ‘আমাদের কাছে এটা পরাজয়ের সমান। ম্যাচে ফিরতে আমরা যথেষ্ট চেষ্টা করেছি। যখনই পেরেছি, সুযোগ তৈরি করেছি এবং দুই গোল করেছি। মনে হচ্ছিল আমরা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছি। তবে তারা সেরা দল এবং ম্যাচে সমতায় ফিরেছে। আশা করি দ্বিতীয় লেগে আরও ভালো ম্যাচ হবে এবং আমরা আরও এক ধাপ এগিয়ে যাব।’

ওল্ড ট্রাফোর্ডে বার্সেলোনার বিপক্ষে আগামী বৃহস্পতিবার ইউরোপা লিগের দ্বিতীয় লেগে খেলবে ইউনাইটেড। তার আগে পরশু ওল্ড ট্রাফোর্ডেই প্রিমিয়ার লিগের ম্যাচ খেলবে ম্যানইউ। এই ম্যাচে রেড ডেভিলডের প্রতিপক্ষ লেস্টার সিটি।

জেতা ম্যাচে রিয়াল দেখল আর্জেন্টাইন আতঙ্ক

পিএসজিকে রুখতে প্রস্তুত সালহরা

সৌদি আরবে সুদানের বিপক্ষে খেলবে বাংলাদেশ

রিয়ালকে হারানোর সুযোগ দেখছেন সিমিওনে

আরব আমিরাত থেকে ফিরেই লম্বা ছুটিতে আফঈদারা

কোন ভয়ে রোনালদো খেলছেন না আজ

দু্ই মেসিকে নিয়ে ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের দল ঘোষণা আর্জেন্টিনার

সাক্ষাৎকারের সময়ই ১৩ কোটি টাকা দামের ঘড়ি-জামাকাপড় পরেছিলেন নেইমার

ভারত ম্যাচ নিয়ে মানসিকভাবে ‘প্রস্তুত’ বাংলাদেশ

আর্জেন্টিনা ম্যাচ সামনে রেখে ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার