Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

কানাডার ফুটবলার সমিত সোমকে নিয়ে বড় সুখবর দিল বাফুফে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কানাডার ফুটবলার সমিত সোমকে নিয়ে বড় সুখবর দিল বাফুফে
বাংলাদেশের হয়ে খেলতে মুখিয়ে আছেন সামিত সোম। ছবি: সংগৃহীত

হামজা চৌধুরীর দেখানো পথে এবার বাংলাদেশের জার্সিতে খেলতে মুখিয়ে আছেন কানাডাপ্রবাসী সমিত সোম। বাংলাদেশের হয়ে খেলার জন্য বাফুফেকে সবুজ সংকেত দিয়েছেন তিনি। সবকিছু ঠিক থাকলে জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে দেখা যেতে পারে তাঁকে।

সমিতের আন্তর্জাতিক ফুটবলে খেলার ব্যাপারে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির (বিএসপিএ) পুরস্কার অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ফাহাদ করিম কথা বলেছেন। ফাহাদ বলেন, ‘সমিত বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছা জানিয়েছে আমাদের। এখন পাসপোর্টের প্রক্রিয়া চলছে।’

হামজার পর জাতীয় দলের জন্য সমিতের সঙ্গে যোগাযোগ করে বাফুফে। ২৭ বছর বয়সী এই মিডফিল্ডারের বাবা-মা বাংলাদেশি। বর্তমানে তিনি খেলছেন কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব কালাভরি এফসিতে। তা ছাড়া কানাডার হয়ে দুটি আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন এই মিডফিল্ডার। দুটি ম্যাচই ছিল ২০২০ সালে। এরপর আর জাতীয় দলে ডাক পাননি তিনি।

পাসপোর্ট হাতে পেয়ে সমিতকে অনাপত্তিপত্র নিতে হবে কানাডিয়ান সকার অ্যাসোসিয়েশন থেকে। এরপর ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমতি নিতে হবে তাঁকে। ফাহাদ বলেন, ‘সমিত আশা করছিল, হামজার খেলার পরে তার সঙ্গে যোগাযোগ করবে। সে চাচ্ছে বিবেচনা করতে কিন্তু কয়েকটা ব্যাপারের ওপর নির্ভর করে। কয়েকটা প্রশ্ন দিয়েছিল। আমরা জানিয়েছি। তারপর সে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত সময় নিয়েছে। আমার কাছে ইতিবাচক মনে হয়েছে। এখন দেখার বিষয়, প্রক্রিয়া সম্পন্ন করতে কত দিন লাগতে পারে আমাদের। তারপর দেখব, তাকে কোন কোন খেলায় পাব। এটা নিয়ে কাজ করব।’

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরের ম্যাচ ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে। এ ছাড়া চলতি বছর হংকংয়ের বিপক্ষে দুটি ও ভারতের বিপক্ষ ঘরের মাঠে একটি ম্যাচ খেলার কথা রয়েছে। এ বছরের মার্চে ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় ইংলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ লিগে খেলা হামজার।

এবারের ফাইনালে বার্সাকে দেখে নেওয়ার হুমকি রিয়ালের

কটূক্তির শিকার হলে ফুটবলারদের পাশে থাকবে বাফুফে

জানা গেল আবাহনী-বসুন্ধরার অমীমাংসিত ফাইনালের সূচি

ফাহামিদুলকে দলে নিতে বলেছে বাফুফে, কোচ কী বলছেন

চ্যাম্পিয়ন হওয়ার আরও কাছে বার্সেলোনা

আলোকস্বল্পতার মধ্যেও খেলতে চেয়েছিল আবাহনী

ফেডারেশন কাপের ফাইনালে আবাহনী-বসুন্ধরা নয়, জিতল বৃষ্টি

কালবৈশাখীতে বন্ধ আবাহনী-কিংসের ফাইনাল

আবাহনীর ১৩ নাকি কিংসের ৪

ইংল্যান্ডে ফুটবল ম্যাচে হঠাৎ ‘আগুন আতঙ্ক’