ক্রীড়া ডেস্ক
ঢাকা: প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। ২৯ মে পোর্তোয় তাদের প্রতিপক্ষ চেলসি। ফাইনালে গ্যালারিতে দর্শক প্রবেশের অনুমতিও দিয়েছে উয়েফা। এ সুযোগ কাজে লাগাতে উন্মুখ ম্যানসিটির মালিক শেখ মানসুরও। ২৪ কোটি টাকায় ছয় হাজার সমর্থককে ফাইনাল দেখার সুযোগ করে দেবেন এই ধনকুবের।
করোনাকালীন সময়ের সকল বিধিনিষেধ মেনে পোর্তোয় দুই দলের ছয় হাজার করে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে উয়েফা। যেখানে নিজ দলের সমর্থকদের ইংল্যান্ড থেকে পোর্তোয় যাওয়ার বিমান ভাড়া ও থাকা খাওয়ার খরচ বহন করবেন মানসুর। এ বিষয়ে মানসুর বলেছেন, ‘পেপ গার্দিওলার দল এই মৌসুমটা অসাধারণ কাটিয়েছে। প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা ক্লাবটির ইতিহাসে আসলেই অনেক বড় অর্জন। পোর্তোর গ্যালারিতে বসে দর্শকদের খেলা উপভোগ করা অনেক বড় ব্যাপার।’
মানসুরের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন ম্যানসিটির চেয়ারম্যান খালদুন আল মোবারক, ‘এই করোনায় ফাইনাল দেখার খরচ বহন করা দর্শকদের জন্য আসলেই অনেক কষ্টের। আশা করি, এই মহামারিতে দর্শকরা খরচের বোঝা মাথা থেকে ঝেড়ে ফেলে নিশ্চিন্তে ফাইনাল উপভোগ করবেন।’