হোম > খেলা > ফুটবল

আর্জেন্টিনাকে সান্ত্বনার জয়টুকু পেতে দিল না মালি

ক্রীড়া ডেস্ক

জার্মানির সঙ্গে শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পরও এবারের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায়ঘণ্টা বেজে যায় আর্জেন্টিনার। আর্জেন্টিনার কাছে আজ ম্যাচটি ছিল শুধুই সান্ত্বনার জয় পাওয়ার। সেই সান্ত্বনার জয়টুকু আকাশী-নীলদের পেতে দিল না মালি। 

ইন্দোনেশিয়ার জাভার মানাহান স্টেডিয়ামে আজ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও মালি। আর্জেন্টিনার সঙ্গে দাপট দেখিয়ে খেলেছে 
মালি। ৫২ শতাংশ বল দখলে রেখে মালি প্রতিপক্ষের লক্ষ্য বরাবর করেছিল ১৫ শট। আর্জেন্টিনা ৪৮ শতাংশ বল দখলে রেখে মালির লক্ষ্য বরবার করেছে ৪ শট। দাপুটে পারফরম্যান্সে দ্রুত এগিয়ে যায় মালি। ৯ মিনিটে সিকু কোনের অ্যাসিস্টে গোল করেন ইব্রাহিম দিয়ারা। প্রথমার্ধের শেষে ব্যবধান দ্বিগুণ করে মালি। ৪৫ মিনিটে দলের দ্বিতীয় গোল করেন মামাদু দুম্বিয়া। দুম্বিয়াকে অ্যাসিস্ট করেন হামিদু মাকালু। 

প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যাওয়া মালি দ্বিতীয়ার্ধে দ্রুত পেয়ে আরও এক গোল। ৪৮ মিনিটে ইব্রাহিম দিয়ারার অ্যাসিস্টে গোল করেন হামিদু মাকালু। এরপর আর্জেন্টিনা-মালি কোনো দলই গোলমুখ খুলতে পারেনি। ৩-০ গোলে ম্যাচ জিতে যায় মালি। 

এর আগে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় জার্মানি-আর্জেন্টিনা। মূল ম্যাচ ড্র হয় ৩-৩ গোলে। পেনাল্টিতে ৪-২ গোলে জিতে যায় জার্মানরা। এরপর দ্বিতীয় সেমিফাইনালে মালিকে ২-১ গোলে হারিয়েছে ফ্রান্স। আগামীকাল ২০২৩ অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে জার্মানি-ফ্রান্স।

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

পথ হারানো রিয়ালের জয়ের রহস্য জানালেন ব্রাজিলের ফুটবলার

কাবরেরা-বাটলারকে রেখে দিল বাফুফে

মেসিদের লিগে নেইমারকে নিয়ে এত টানাটানি

সেকশন