হোম > খেলা > ফুটবল

নেইমারকে নিয়ে কিসের দুশ্চিন্তা আল হিলালের 

ক্রীড়া ডেস্ক

চোট নিয়ে লড়াই যেন থামছে না নেইমারের। আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবল—সব জায়গাতেই চোটের কারণে একের পর এক ম্যাচ খেলা থেকে বঞ্চিত হচ্ছেন। এবার সৌদি প্রো লিগের নতুন মৌসুমে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের খেলা নিয়ে রয়েছে দুশ্চিন্তা।

হাঁটুর চোট থেকে এখনো সেরে উঠতে পারেননি নেইমার। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে সৌদি প্রো লিগের নতুন মৌসুমের শুরুতে পাওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন আল হিলাল কোচ হোর্হে জেসুস। রিয়াদে সাংবাদিকদের গতকাল জেসুস বলেছেন, ‘আমি যত দূর জানি যে নেইমারকে এমন চোট থেকে সেরে উঠতে ১০ থেকে ১১ মাস লাগবে। যদি গাণিতিকভাবে হিসাব করি, সে নতুন মৌসুমের প্রাক মৌসুম অনুশীলনের জন্য প্রস্তুত না।’

সৌদি প্রো লিগ সাধারণত আগস্টে শুরু হয়। চোটে নেইমার আক্রান্ত হয়েছেন গত বছরের অক্টোবরে। উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ৪৫ মিনিটে প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের সঙ্গে ধাক্কা লেগে চোটে পড়েন তিনি। স্ট্রেচারে করে তখন মাঠ ছাড়তে হয়েছিল। লিগামেনটের গত বছরের নভেম্বরে অস্ত্রোপচার করা হয়েছিল ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের। হেসুস যে ১০ থেকে ১১ মাস সময়ের কথা বলেছেন, গত বছরের অক্টোবর থেকে হিসাব করলে এ বছরের আগস্ট-সেপ্টেম্বর পর্যন্ত তাঁর মাঠে ফেরা হচ্ছে না। ২০২৪ কোপা আমেরিকায় খেলতেও পারছেন না তিনি।

২০২৩ সালে পিএসজি ছেড়ে পাড়ি জমান আল হিলালে। সৌদি ক্লাবের সঙ্গে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। বছরপ্রতি ১০ কোটি ইউরো বেতন পাবেন তিনি। বাংলাদেশি মুদ্রায় তা ১ হাজার ২৬৯ কোটি ২০ লাখ টাকা। তবে সৌদি ক্লাবটির হয়ে খেলতে পেরেছেন ৫ ম্যাচ। করেছেন ১ গোল ও ৩ গোলে অ্যাসিস্ট করেছেন। ২০২৩-২৪ মৌসুমের সৌদি প্রো লিগ জিতে ১৯ বার এই টুর্নামেন্টের শিরোপা জেতে আল হিলাল। ৩২ ম্যাচে দলটির বর্তমানে ৯০ পয়েন্ট। আরও দুই ম্যাচ বাকি রয়েছে।

আরও পড়ুন:

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

পথ হারানো রিয়ালের জয়ের রহস্য জানালেন ব্রাজিলের ফুটবলার

কাবরেরা-বাটলারকে রেখে দিল বাফুফে

মেসিদের লিগে নেইমারকে নিয়ে এত টানাটানি

সেকশন