হোম > খেলা > ফুটবল

শিরোপা উৎসবের অপেক্ষা বাড়ল নাপোলির

নাপোলিকে শিরোপা জিততে দেখে যিনি সবচেয়ে বেশি খুশি হতেন সেই মানুষটি নেই প্রায় তিন বছর হয়ে গেল। তবে নেপলসের প্রতিটি মানুষ এখনো ভুলেনি ডিয়েগো ম্যারাডোনাকে। গত এক মাস আগে থেকে সাজতে থাকা শহরটির গলি-ঘুপচিতেও আকাশী রঙের জার্সিতে ছিয়াশির কিংবদন্তিকে এঁকেছেন তারা। আজ রাতে উৎসবের পূর্ণতা পেতে পারত সেই উৎসবের। 

কিন্তু শেষ মুহূর্তে নাপোলির উৎসবের রাত মাটি করে দিয়েছে সালেরনিতানা। এগিয়ে গিয়েও ১-১ গোলের ড্রয়ে সিরি’আ জয়ের অপেক্ষা বাড়ল লুসিয়ানো স্পেলেত্তির শিষ্যদের। নিজেদের মাঠ স্তাদিও ডিয়েগো আরমান্ডো ম্যারডোনা স্টেডিয়ামে ইতিহাসের স্বাক্ষী হতে এসেছিলেন নাপোলির সমর্থকেরা। কেউ প্রিয় দলের জার্সি তো আর্জেন্টিনার জার্সি গায়ে নিজেদের সাবেক খেলোয়াড় ম্যারডোনার ব্যানার হাতে জড়ো হয়েছিলেন তারা। 

 ৬২ মিনিটে বদলি খেলোয়াড় রাসপাদোরির পাস থেকে গোল করে নাপোলি উৎসবের আয়োজনটা সেরে রেখেছিলেন মাথিয়াস ওলিভিয়েরা। কিন্তু ৮৪ মিনিটে বাওলায়ে দিয়ার গোলে সেই উৎসব পণ্ড। পরে অতিরিক্ত মিনিট পেয়েও ম্যাচ জয় সম্ভব হয়নি স্পেলেত্তির দলের। শেষ মুহূর্তে লাল কার্ড দেখেন সালেরনিতানার কোচ। 

সিরি’আয় দিনের আগের ম্যাচে ইন্টার মিলানের বিপক্ষে তাদের মাঠ সান সিরোতে এগিয়ে যাওয়ার পরও লওতারো মার্তিনেজের জোড়া গোলে লাৎসিও ৩-১ গোলে হারায় উৎসবের ক্ষেত্রটা তৈরি হয়েছিল নাপোলির। সমীকরণটা ছিল, দুইয়ে থাকা লাৎসিও ড্র বা হারলে আর নাপোলি জিতলে ১৯৮৯-৯০ মৌসুমের পর প্রথম স্কুদেত্তো জিতত তারা। কিন্তু ৩৩ বছরের অপেক্ষা আরেকটু বাড়ল তাদের। আগামী বৃহস্পতিবার উদিনেসের মাঠে জিতলে অবশ্য সেই অপেক্ষা ফুরোতে পারে তাদের। 

নেপলসের ক্লাবটি যে দুটি লিগ শিরোপা জিতেছে দুটিই এনে দিয়েছেন ম্যারাডোনা। ৩৬ বছর পর স্বর্গে বসে আর্জেন্টিনার বিশ্বকাপ দেখেছেন তিনি। এবার ৩৩ বছর পর নাপোলিকে শিরোপা জিততে দেখে হয়তো স্বর্গে বসে প্রিয় কিউবান চুরুট মুখে স্বভাবসুলভ ভঙ্গিতে উদ্যাপন করবেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি।

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি