হোম > খেলা > ফুটবল

আবারও ইংল্যান্ডের বর্ষসেরা খেলোয়াড় সাকা

কিছুদিন আগেই উদীয়মান বর্ষসেরার পুরস্কার জিতেছেন বুকায়ো সাকা। প্রফেশনাল ফুটবল অ্যাসোসিয়েশনের (পিএফএ) সেই পুরস্কারের রেশ কাটতে না কাটতেই আরেকটি সেরার স্বীকৃতি পেয়েছেন আর্সেনালের ফরোয়ার্ড।

এবার উদীয়মানের নয় ইংল্যান্ডের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন সাকা। গতকাল আবার জন্মদিনও ছিল তাঁর। জন্মদিনে এমন পুরস্কার নিশ্চয়ই তাঁর আনন্দ দ্বিগুণ করেছে। ইংল্যান্ডের হয়ে ২০২২–২৩ মৌসুমে দুর্দান্ত খেলার স্বীকৃতিই পেয়েছেন ২২ বছর বয়সী ফরোয়ার্ড।

বর্ষসেরার দৌড়ে পেছনে ফেলেছেন জুড বেলিংহাম ও ইংল্যান্ডের অধিনায়ক হেরি কেইনকে। সমর্থকের ভোটে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সাকা। ভোটে দ্বিতীয় হয়েছেন বেলিংহাম আর তৃতীয় কেইন।

জাতীয় দলের হয়ে সর্বশেষ মৌসুমে দুর্দান্ত ছন্দে ছিলেন সাকা। ১০ ম্যাচে করেছেন ৭ গোল। সঙ্গে ৩ অ্যাসিস্ট করেছেন। বিশেষ করে ২০২২ কাতার বিশ্বকাপে ইংল্যান্ডকে সেমিফাইনালে তুলতে তাঁর ৩ গোল গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। টুর্নামেন্টে ইরানকে ৬-২ গোলে হারানোর ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছিলেন তিনি। পরে জাতীয় দলের হয়ে আরও দুই বার ম্যাচসেরা হয়েছেন। সঙ্গে ওল্ড ট্রাফোর্ডে উত্তর মেসেডোনিয়ার বিপক্ষে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকও পেয়েছেন।

এবারের বর্ষসেরার পুরস্কার সাকার ক্যারিয়ারের টানা দ্বিতীয়। ২০২১–২২ মৌসুমে প্রথমবার জিতেছিলেন তিনি। দলের হয়ে এখন পর্যন্ত ২৮ ম্যাচে ১১ গোল করেছেন গতকাল ২২ বছরে পা রাখা এই তারকা।

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা