নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নির্বাচনী ব্যস্ততার কারণে ফিফার অক্টোবর উইন্ডোতে কোনো ম্যাচ খেলেনি বাংলাদেশ ফুটবল দল। তবে মাঠে না নামলেও র্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছে বাফুফে। ফুটবলের র্যাঙ্কিং আজ হালনাগাদ করেছে ফিফা। সেই অনুযায়ী এক ধাপ এগিয়ে বর্তমানে জামাল-রাকিবদের অবস্থান ১৮৫ নম্বর।
এর আগে সেপ্টেম্বরে ফিফা র্যাঙ্কিং বাড়াতে ভুটানে গিয়ে উল্টো দুই ধাপ পেছায় বাংলাদেশ দল। ফিফা র্যাঙ্কিংয়ে ১৮৪ নম্বর স্থানে থেকে ভুটানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। ৫ সেপ্টেম্বর থিম্পুতে প্রথম ম্যাচটা জিতলেও ৮ সেপ্টেম্বরের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ হেরে যায়। তাতে র্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে ১৮৬ নম্বরে নেমে যায়।
এবার না খেলেও র্যাঙ্কিংয়ে উন্নতির জন্য সামোয়াকে একটা ধন্যবাদ দিতেই পারে বাংলাদেশ। কারণ অক্টোবর উইন্ডোতে মাঠে নেমে নিজেদের পায়েই যেন কুড়াল মারল দেশটি। বাজে পারফর্ম করায় ১৮৫ নম্বর থেকে ১৮৬ নম্বরে নেমে গেল তারা। এই সুযোগে বাংলাদেশ উঠে আসে ১৮৫ নম্বরে।
এদিকে শীর্ষস্থানে খুব একটা পরিবর্তন নেই। র্যাঙ্কিংয়ে শীর্ষে আর্জেন্টিনা। দুই থেকে চারে ফ্রান্স, স্পেন ও ইংল্যান্ড। পাঁচ নম্বরে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।