নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গত রাতে এনামুল হক বিজয় যখন এলেন, তখন তাঁর চোখে মুখে দেখা গেছে রাজ্যের হতাশা। কারণ, সেঞ্চুরি করলেও তিনি তাঁর দল দুর্বার রাজশাহীকে জেতাতে পারেননি। চোখের জল সামলে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন। শুনিয়েছেন আরও এক দুঃখের গল্প।
খুলনা টাইগার্সের কাছে ৭ রানের হার ছাপিয়ে বিজয় বাংলাদেশি ক্রিকেটারদের বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ নিয়ে কথা বলেছেন। কারণ, সাকিব আল হাসান আইপিএল, পিএসএল, বিগ ব্যাশসহ বিদেশের প্রায় সব লিগেই খেলেছেন। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানের মতো পেসারদের এখন বিপিএলের বাইরে অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে। মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ এমনকি স্বয়ং বিজয়েরও পিএসএলে ম্যাচ খেলা হয়েছে। বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার প্রসঙ্গে বিজয় আফগানিস্তানের কথাও উল্লেখ করেছেন। কারণ, রশিদ খান, মোহাম্মদ নবী, ফজলহক ফারুকির পাশাপাশি তুলনামূলক কম অভিজ্ঞ, এমনকি অভিষেক না হওয়া ক্রিকেটারদেরও বিগ ব্যাশ, আইপিএলের মতো লিগে দেখা যায়।
বিজয়ের মতে বাংলাদেশের ক্রিকেটারদের বিদেশি লিগে সুযোগ মেলে না বলে ২০০-এর বেশি রান তাড়ার সময় ব্যাটিংটা তাঁরা জানেন না। ৩২ বছর বয়সী বাংলাদেশের এই ক্রিকেটার বলেন,‘আমাদের ক্রিকেটাররা কিন্তু বাইরের লিগে খেলার তেমন সুযোগ পায় না। বাংলাদেশের ক্রিকেটাররা ফ্র্যাঞ্চাইজি কম খেলে। সাকিব ভাই, মুশফিক ভাই, মোস্তাফিজ, তাসকিনদের কিছু কিছু খেলতে দেখেছি। আফগানিস্তানের জাতীয় দলে না খেলা ক্রিকেটাররাও আইপিএল, বিগ ব্যাশ খেলছে। তারা বড় ক্রিকেটারে পরিণত হচ্ছে। আমাদের মধ্যেও কিন্তু সেই মানের ক্রিকেটার রয়েছে। যখন এমন ম্যাচ হয়, তারা নিজেদের প্রমাণ করার সুযোগ পান।’
খুলনা টাইগার্সের দেওয়া ২১০ রানের লক্ষ্যে শেষ বলে দুর্বার রাজশাহীর প্রয়োজন ছিল ৯ রান। ইনিংসের শেষ বলে সিঙ্গেল নিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে তৃতীয় সেঞ্চুরি তুলে নিলেন বিজয়। ৫৭ বলে ৯ চার ও ৫ ছক্কায় তিন অঙ্ক ছুঁয়েছেন তিনি। তবে কাছাকাছি গিয়ে ম্যাচ জিততে না পারায় স্বাভাবিকভাবেই হতাশ বিজয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলতে গিয়ে কেঁদেছেন তিনি। তারপর সংবাদ সম্মেলনে যখন রাজশাহী অধিনায়কের কাছে সেঞ্চুরির প্রসঙ্গ এল, তখনো ঝরেছে আক্ষেপ। বিজয় বলেন, ‘ইনিংস নিয়ে (সেঞ্চুরি) বিশেষ কিছু বলার নেই। স্কোরবোর্ডে দেখছিলাম ম্যাচটা কীভাবে জয়ের কাছাকাছি নেওয়া যায়, রানরেটের কী অবস্থা। বল অনুযায়ী খেলার চেষ্টা করেছি। ম্যাচটা জিততে পারলে অন্য রকম শান্তি লাগত। এমন ম্যাচ জেতাতে পারা ব্যাটারের কাছে স্বপ্নের মতো ব্যাপার।’
৩২৪ রান করে এবারের বিপিএলে সর্বোচ্চ রানসংগ্রাহক হয়ে গেলেন বিজয়। একই দলের ইয়াসির আলী চৌধুরী রাব্বিও আছেন দারুণ আছে। তাঁর নামও আছে সর্বোচ্চ রানসংগ্রাহকের সেরা দশে। তবু দুর্বার রাজশাহী পয়েন্ট টেবিলের সেরা চারের বাইরে। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিজয় তাঁর দলের বিপক্ষে আফিফের ফিফটির কথা উল্লেখ করেছেন। একই ম্যাচে খুলনা টাইগার্সের মাহিদুল ইসলাম অঙ্কনের ঝোড়ো ব্যাটিংয়ের কথাও বলেছেন বিজয়। রাজশাহী অধিনায়ক বলেন, ‘মাহিদুল অঙ্কন, জাকের আলী অনিক, জাকির হাসান দারুণ ইনিংস খেলছে। শামীম ভালো খেলছে। আজকে (গত রাতে) আফিফ দুর্দান্ত খেলেছে। প্রতিভার চেয়ে পারফর্মার খুবই জরুরি। ছোট ইনিংস বড় করে যদি ধারাবাহিক হওয়া যায়, তাহলে তারা বড় ক্রিকেটার হবে।’