হোম > খেলা > ফুটবল

সাভিচের সঙ্গে ‘রেসলিং’ খেলে দুই ম্যাচ নিষিদ্ধ বার্সা ফরোয়ার্ড

আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল। তবে শাস্তি এখানেই শেষ হচ্ছে না ফেরান তোরেসের। বার্সেলোনা ফরোয়ার্ডকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।

গত রোববার লা লিগায় আতলেতিকোকে তাদেরই মাঠ ওয়ান্দা মেত্রোপোলিতানোতে হারায় বার্সা। ২২ মিনিটে ওসমানে দেম্বেলের দেওয়া একমাত্র গোল আর শোধ দিতে পারেনি দিয়েগো সিমিওনের দল। তবে অতিরিক্ত সময়ে উত্তপ্ত হয়ে ওঠে ম্যাচটি।

আতলেতিকোর ডিফেন্ডার স্তেভান সাভিচের সঙ্গে হাতাহাতিতে জড়ান তোরেস। একজন আরেকজনকে গলাও চেপে ধরেন। দেখে মনে হচ্ছিল, যেন মাঠে রেসলিং খেলতে নেমেছেন তোরেস-সাভিচ। এ ঘটনায় অতিরিক্ত দ্বিতীয় মিনিটে রেফারি দুজনকে লাল কার্ড দেখান।

অন্য খেলোয়াড়কে অপমান ও হাতাহাতিতে আঘাত দেওয়ার কারণে আরও বেশি ম্যাচ নিষেধাজ্ঞায় পড়ার সম্ভাবনা ছিল তোরেসের। তবে লা লিগা কমিটি তোরেস ও ও সাভিচকে দুই ম্যাচ নিষিদ্ধ করে ছেড়ে দিয়েছে, যা কেবল প্রযোজ্য হবে লা লিগাতেই।

লিগে তোরেস খেলতে পারবেন না গেতাফে ও জিরোনার বিপক্ষে। তবে সাবেক ম্যানচেস্টার সিটি তারকাকে পাওয়া যাবে আসন্ন স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রে ম্যাচে। এদিকে লা লিগায় পরের দুই ম্যাচের জন্য রবার্ট লেভানদফস্কিকে পাবে না বার্সা।

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি