Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

বাংলাদেশের বিপক্ষে ড্রয়ে ক্ষুব্ধ ভারতের কোচ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের বিপক্ষে ড্রয়ে ক্ষুব্ধ ভারতের কোচ
ভারতের কোচ মানোলো মারকেস (বাঁয়ে)। ছবি: বাফুফে

খেলা চলাকালীন ক্যামেরার সামনেই স্পষ্ট হয়ে ওঠে মানোলো মারকেসের রাগ। সংবাদ সম্মেলনে এসে আর নিজেকে সামলাতে পারলেন না ভারতের কোচ। আত্মসমালোচনা তো বটেই, শিষ্যদের তুলোধুনো করার কিছুই বাকি রাখেননি তিনি।

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে আজ ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। তবে শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে গোলের অন্তত পাঁচটি পরিষ্কার সুযোগ পেয়েছে তারা। কিন্তু একটিও কাজে লাগাতে পারেনি। বেশিরভাগ সুযোগই এসেছিল ভারতের ভুলের কারণে। তাই ম্যাচ শেষে রুদ্রমূর্তি ধারণ করেন মারকেস।

ভারতীয় কোচ বলেন, ‘বেশি কথা বলতে চাই না, তবে আমি খুবই ক্ষুব্ধ। দলের সবার পারফরম্যান্স নিয়ে আমি হতাশ। এমন বাজে পারফরম্যান্স বোঝানোর ভাষা আমার নেই। হয়তো এটাই ভারতীয় ফুটবলের বাস্তবতা। ইতিবাচক দিক হলো তারা সুযোগ পাওয়ার পরও আমরা কোনো গোল হজম করিনি।’

ম্যাচের প্রথমার্ধের অনেকটা সময় চাপে ছিল ভারত। দ্বিতীয়ার্ধে তা কাটিয়ে উঠল গোলের তেমন সুবর্ণ সুযোগ আসেনি তাদের। সেটপিসে তারা বেশ ভালোই দক্ষ, কিন্তু সাতটি কর্নার পেয়েও কোনো বিপদ তৈরি করতে পারেননি। তাই ভারতীয় কোচের না ক্ষেপে ওঠার কোনো কারণ নেই।

অন্যদিকে গোল মিসের মহড়ার পরও বাংলাদেশ কোচ মাঠ ছেড়েছেন হাসিমুখে। হাভিয়ের কাবরেরা বলেন, ‘যদি আমরা এখানে ড্র করতে পারি, তাহলে গ্রুপের যেকোনো দলকে হারানোর সামর্থ্য আছে আমাদের।’

‘সি’ গ্রুপের আরেক ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হয় হংকং। সেই ম্যাচটিও শেষ হয় গোলশূন্য ড্রয়ে। তাই এক ম্যাচ শেষে পয়েন্ট তালিকার শীর্ষেই আছে বাংলাদেশ। জুনে ঘরের মাঠে সিঙ্গাপুরকে আতিথ্য দেবে কাবরেরার দল।

জেসুসের ব্রাজিলের কোচ হওয়ার সম্ভাবনা নিয়ে যা বললেন নেইমার

মেসির ভালোর জন্যই এমন কিছু করেননি কোচ

নটিংহাম ফরেস্টের ‘অবিশ্বাস্য’ মৌসুম, কেন...

সমালোচনার কাঠগড়ায় বাংলাদেশ কোচ কাবরেরা

রোনালদোর রেকর্ড ছোঁয়া এমবাপ্পের কাছে ‘বিশেষ অর্জন’

খেলতে নেমে ২ মিনিটেই গোল করলেন মেসি, সবার ওপরে মায়ামি

মেসি-রোনালদোর একসঙ্গে মায়ামিতে খেলা তাহলে হচ্ছে না

মেসির সামনে খেলাটা জোকোভিচের কাছে অনেক সম্মানের, করেছেন জার্সি বিনিময়ও

ইংল্যান্ডে ফিরেই ক্লাবকে শীর্ষে তুললেন হামজা

আনচেলত্তির ‘না’, ব্রাজিলের নতুন কোচ হওয়ার আলোচনায় যিনি