নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আট রাউন্ড শেষ কিন্তু মোহামেডানের ছুটে চলা থেমে নেই! পয়েন্ট টেবিলে সবার মাথার ওপর যেন চেপে বসেছে মতিঝিলের ক্লাবটি। তারাই একমাত্র ক্লাব যাদের নামের পাশে পড়েনি কোনো হার এবং ড্রয়ের দাগ। সর্বশেষ প্রিমিয়ার লিগে আজ ব্রাদার্স ইউনিয়নকে ১-০ গোলে হারিয়েছে মোহামেডান। তাতে টানা আট ম্যাচের সবগুলোয় জয় পেল আলফাজ আহমেদের শিষ্যরা।
প্রথম লেগে আর এক ম্যাচ বাকি মোহামেডানের। আগামী শুক্রবার সেই ম্যাচে ফকিরেরপুল ইয়াংমেন্সের মুখোমুখি হবে দলটি। সেই ম্যাচটি জিতলে অজেয় থেকেই প্রথম লেগ শেষ করবে সাদা কালোরা। আজ দলটির হয়ে একমাত্র গোলটি করেছেন ইমানুয়েল সানডে। এ নিয়ে চলমান লিগে ছয় গোলের মালিক এই নাইজেরিয়ান সেন্টার ফরোয়ার্ড। তাঁর সমান গোল তারই সতীর্থ সুলেমান দিয়াবাতের। যদিও সানডের চেয়ে দুই ম্যাচ কম খেলেছেন দিয়াবাতে। তবে এক ক্লাবের এই দুই ভিনদেশির গোলের দৌড়টাও দারুণ জমে উঠেছে। সানডে আর দিয়াবাতের চেয়ে বেশি গোল কেবল ব্রাদার্স ইউনিয়নের সেনে (৭ গোল) ও রহমতগঞ্জের বোয়াটেংয়ের (১১ গোল)। এই তালিকায় পাঁচে আবার দুই বাংলাদেশি। সমান পাঁচটি করে গোল করে পুলিশ এফসির আল আমিন ও রহমতগঞ্জের নাবীব নেওয়াজ জীবন আছেন পাঁচ নম্বরে।
মোহামেডানের অষ্টম জয়ের দিন প্রথম জয় পেল চট্টগ্রাম আবাহনী। ময়মনসিংহে পুলিশ এফসিকে ১-০ গোলে হারিয়েছে তারা। যে ম্যাচে বন্দর নগরীর ক্লাবটির হয়ে গোল করেন মোহাম্মদ ফাহিম মোরশেদ। প্রিমিয়ার লিগে জোড়াতালি দিয়ে দল গড়া চট্টগ্রাম আবাহনী নিজেদের প্রথম সাত ম্যাচের একটিও জিততে পারেনি। অবশেষ আট নম্বর ম্যাচে প্রথম জয়ের স্বাদ পেল।
আরেক ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্সকে ৪-১ গোলে হারিয়েছে ফকিরেরপুল ইয়াংমেন্স। জয় পাওয়া ফকিরেরপুলও ভালো অবস্থানে নেই। তারা সবে দ্বিতীয় জয়ের মুখ দেখল। এর আগে সাত ম্যাচের একটিতে জিতেছিল। এই ম্যাচে ফকিরেরপুলের হয়ে গোল পান রাফায়েল টুডু। গোলকিপার থেকে স্ট্রাইকার বনে যাওয়া এই তরুণ ফুটবলার বেশ সম্ভাবনাময়ী। যদিও চলমান মৌসুমে ফকিরেরপুলের জার্সিতে সুবিধা করতে পারছেন না।