হোম > খেলা > ফুটবল

জামালদের প্রতিপক্ষ শেখ জামাল

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: অবশেষে প্রস্তুতি ম্যাচ খেলতে একটি প্রতিপক্ষ পেয়েছে বাংলাদেশ ফুটবল দল। কাতারে বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে এ একটাই ম্যাচ পাচ্ছেন জামাল ভূঁইয়ারা। কাল বিকেলে প্রস্তুতি ম্যাচে জাতীয় দলের প্রতিপক্ষ শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

প্রস্তুতি ম্যাচে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে আবাহনী ও শেখ জামালকেই বেশি পছন্দ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের(বাফুফে)। তারুণ্যনির্ভর ও ছন্দে থাকা চার বিদেশিকে নিয়ে গড়া শেখ জামালই শেষ পর্যন্ত চূড়ান্ত হয়েছে। অনুশীলনের মেজাজে প্রস্তুতি ম্যাচে জাতীয় দলকে একটা ধাক্কা দিতে পারলেই একটা মধুর প্রতিশোধ নিতে পারবেন দলটির কোচ শফিকুল ইসলাম মানিক।

সর্বশেষ জাতীয় দলের দুই ক্যাম্পে চূড়ান্ত দলে একজনও শেখ জামাল ফুটবলার ডাক পাননি। বিশ্বকাপ বাছাইপর্বের প্রাথমিক দলে ছিলেন জামালের অভিজ্ঞ ডিফেন্ডার রেজাউল করিম। পাসপোর্ট না থাকায় তাঁকে আর রাখা হয়নি চূড়ান্ত দলে। জাতীয় দলের কোনো খেলোয়াড় ছাড়াই বিপিএল ফুটবলের পয়েন্ট টেবিলে তিনে আছে শেখ জামাল। প্রস্তুতি ম্যাচে জাতীয় দলকে রুখে দিতে পারলে নিজেদের সক্ষমতার দিকটি আরও জোরালো করতে পারবে ধানমন্ডির ক্লাবটি।

তবে প্রস্তুতি ম্যাচকে ঘিরেও আছে আশঙ্কা। জাতীয় দলের ফুটবলাররা জৈব সুরক্ষাবলয়ে থাকছেন। শেখ জামালের খেলোয়াড়েরা তাদের ক্যাম্পে কতটা করোনা প্রটোকল মেনেছেন, তা নিয়ে আছে প্রশ্ন। এর মধ্যে জাতীয় দুই ফুটবলার করোনায় আক্রান্ত। আরেক ফুটবলার অসুস্থ। জাতীয় দলের ম্যানেজার মো.ইকবাল বলছেন, তাঁরা প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা মেনেই শেখ জামালের বিপক্ষে খেলবেন।

অবশ্য জৈব সুরক্ষা ঠিকভাবে মানা হবে, ১৬ মে ক্যাম্পের শুরুর দিন বেশ জোরের সঙ্গেই এ কথা বলেছিলেন ইকবাল। তাঁর কথার পর জাতীয় দলের দুই ফরোয়ার্ড করোনা টেস্টে পজিটিভ। আগেভাগে কাতার যাওয়া, সৌদিতে প্রস্তুতি ক্যাম্প, করোনা পরীক্ষা—নিজেদের পরিকল্পনা বারবার জানিয়েও কিছুই বাস্তবায়ন করতে পারছে না বাফুফে!

ভারত ম্যাচের আগে ১ মাসের প্রস্তুতি চান বাংলাদেশ কোচ

আবারও রিয়ালের সভাপতি সেই পেরেজ

বাংলাদেশি বলেই যে দুঃখের গল্প শোনালেন বিজয়

ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলারের সঙ্গে নেইমারের তর্কযুদ্ধ

বছরের প্রথম ম্যাচে মেসিদের রুদ্ধশ্বাস জয়

স্পেনের লিগে ফের বর্ণবাদ-বিতর্ক, এবার শিকার বার্সেলোনা

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

সেকশন