হোম > খেলা > ফুটবল

২০২৪ থেকে মেসিদের ম্যাচের টিকিটের দাম লাখ টাকা

‘আমি ইন্টার মায়ামিতে যাচ্ছি’-লিওনেল মেসির এমন কথা শুনে যুক্তরাষ্ট্রের ভক্ত-সমর্থকদের মধ্যে তুমুল সাড়া পড়ে যায়। তখনও মেসির সঙ্গে মায়ামির আনুষ্ঠানিক চুক্তি হয়নি। এরপর মেসি যখন মায়ামির জার্সিতে খেলা শুরু করেন, তখন উন্মাদনা বেড়ে যায় আরও বেশি। ‘মেসি-ইফেক্ট’ শব্দটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আগামী মৌসুমে মেসিদের ম্যাচের টিকিটের সর্বনিম্ন দাম হবে প্রায় লাখ টাকা। 

ইন্টার মায়ামির মালিক হোর্হে মাস ও সহসত্বাধিকারী ডেভিড বেকহাম ২০২৪ মৌসুমে ক্লাবটির হোম ম্যাচের টিকিটের দাম ঘোষণা করেছে। গত পরশু টিকিটের দাম বাড়ার বিষয়ে ভক্ত-সমর্থকদের ইমেইল করে দিয়েছেন। এ বছর মায়ামির ঘরের মাঠ ডিআরভি পিংক স্টেডিয়ামে এক ম্যাচের টিকিটের সর্বনিম্ন দাম ছিল ৪৮৫ ডলার। বাংলাদেশি মুদ্রায় তা ৫৩৫৮৭ টাকা। সেটা ৮২ শতাংশ বেড়ে আগামী বছরের জন্য হবে ৮৮৪ ডলার (বাংলাদেশি ৯৭ হাজার ৬৭২ টাকা)। আর ভালো জায়গা থেকে খেলা দেখতে হলে দর্শকদের বসতে হবে ফুড এন্ড ড্রিংক ক্লাব এরিয়াতে। এর নাম আগে ছিল ৩৬০০ ডলার (৩ লাখ ৯৭ হাজার ৭৬৩ টাকা)। এর দাম বেড়ে হবে ৭৬৫০ ডলার (৮ লাখ ৪৫ হাজার ২৪৬ টাকা)। 

অন্যদিকে ম্যানচেস্টার সিটির ঘরের মাঠ ইত্তিহাদের টিকিটের সর্বনিম্ন দাম ৪৬৯ ডলার (বাংলাদেশি ৫১ হাজার ৮১৯ টাকা)। আর সর্বোচ্চ দাম হবে ১২৫৬ ডলার (বাংলাদেশি ১ লাখ ৩৮ হাজার ৭৭৫ টাকা)। আর মেসির সাবেক ক্লাব বার্সেলোনার সর্বনিম্ন টিকিটের দাম ৩৮০.৫৩ ডলার (বাংলাদেশি ৪২০৪৪ টাকা) ও সর্বোচ্চ ৯১৯.৬২ ডলার (১ লাখ ১ হাজার ৬০৮ টাকা)। 

এমনকি মেসির অটোগ্রাফ নিতে গিয়ে চাকরি হারানোর ঘটনাও ঘটেছে। ডিআরভি পিএনকে স্টেডিয়ামে আগস্টের প্রথম সপ্তাহে লিগ কাপের ম্যাচে মুখোমুখি হয় ইন্টার মায়ামি ও অরলান্ডো সিটি। সেদিন ক্লিনারের কাজ করছিলেন ক্রিস্টিয়ান সালামাঞ্চা নামের এক কলম্বিয়ান। আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা নেসিওনকে অটোগ্রাফ নেওয়ার অভিজ্ঞতা নিয়ে সালামাঞ্চা বলেন, ‘সবার শেষে বের হয়েছিলেন মেসি। ‘হে বিশ্ব চ্যাম্পিয়ন’ বলে চিৎকার করেছিলাম। আমার ড্রেসের নিচে আর্জেন্টিনার জার্সি ছিল। আমার সঙ্গে মার্কারও ছিল। তিনি তাঁর অটোগ্রাফ দিলেন। ‘নিরাপত্তাকর্মী এসে আমাকে বের করে দিলেন এবং চাকরি থেকেও বরখাস্ত করলেন।’  

মেসি আসার আগে মায়ামির দেয়ালে তাঁর (মেসি) ম্যুরাল আঁকার কাজ শুরু করে বেকহাম পরিবার। ইন্টার মায়ামির সহসত্বাধিকারী ডেভিড বেকহাম ও স্ত্রী ভিক্টোরিয়া বেকহাম মেসির ম্যুরালে তুলির আঁচড় দেন। ইনস্টাগ্রামে ম্যুরাল আঁকার ভিডিও পোস্ট করে ভিক্টোরিয়া ক্যাপশন দিয়েছেন, ‘আমি মনে করি, মিয়ামিতে (লিওনেল) মেসির ছবি এঁকে ডেভিড দারুণ কাজ করেছে। আমরা এখানে এসেছি অল্প কয়েক দিন আর সে আঁকার কাজ শুরু করেছে। দেখুন, এটা অনেক বড়। এর বাইরে ডেভিড বেকহাম আর কিইবা করতে পারত? সে এখানে এঁকেছে। আমি মুগ্ধ।’ এরপর ১৫ জুলাই আর্জেন্টাইন তারকা ফুটবলারের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করে ইন্টার মায়ামি। ডিআরভি পিএনকে স্টেডিয়ামে হয় ক্লাবটির ‘দ্য আনভেইলিং’ অনুষ্ঠান। অনুষ্ঠানের মধ্যমণি মেসি এসেছিলেন সপরিবারে।

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি