হোম > খেলা > ফুটবল

টাইব্রেকারে ব্রাজিলকে হারিয়ে ফাইনালে কানাডা

টাইব্রেকারে ব্রাজিলকে হারিয়ে শিবিলিভস কাপের ফাইনাল নিশ্চিত করেছে কানাডা। মেয়েদের ফুটবলের এই টুর্নামেন্টে গতকাল আরেক সেমিফাইনালে জাপানকে হারায় যুক্তরাষ্ট্র। ১০ এপ্রিল ওহিওর কলম্বাসে ফাইনালে মুখোমুখি হবে উত্তর আমেরিকার দুই প্রতিবেশী যুক্তরাষ্ট্র ও কানাডা। 

আজ আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ২২ মিনিটে পেনাল্টি থেকে টারসিয়ানের গোলে এগিয়ে যায় ব্রাজিল। ৭৭ মিনিটে দুর্দান্ত হেডে কানাডাকে সমতায় ফেরান ভেনেসা জাইলস। নির্ধারিত ৯০ মিনিট শেষে টাইব্রেকারে গড়ায় ম্যাচ। সেখানে প্রথম শট মিস করেন কানাডার অ্যাশলে লরেন্স ও ব্রাজিলের মার্তা। 

কানাডা পরের চার শটে বল জালে পাঠাতে পারলও ব্রাজিলের তৃতীয় শট মিস করেন ব্রাজিলের আন্তোনিয়া। পঞ্চম শট তাদের নিতেই হয়নি। তার আগে পঞ্চম শটে জুলিয়া গ্রোসো সফল স্পট কিক নিয়ে কানাডিয়ানদের উচ্ছ্বাসে ভাসান। ৪-২ ব্যবধানে ফাইনাল নিশ্চিত করে কানাডা। 

২০১৬ সালে শুরু হয় মেয়েদের ফুটবলের চার দলের টুর্নামেন্ট শিবিলিভস কাপ। এরপর থেকে নিয়মিতভাবে প্রতিবছর হচ্ছে এ টুর্নামেন্ট, যার আয়োজক যুক্তরাষ্ট্র। তাদের আমন্ত্রণে মার্কিন মুলুকে প্রতিবছর বিভিন্ন মহাদেশের অন্য তিনটি দল শিবিলিভস কাপে অংশ নেয়। টুর্নামেন্টের এটি অষ্টম সংস্করণ। আগের সাতবারের মধ্যে ছয়বার ফাইনাল খেলে প্রতিবার শিরোপা জিতেছে যুক্তরাষ্ট্রের মেয়েরা। ২০১৯ সালে একমাত্র শিরোপাটি জিতে ইংল্যান্ড। ব্রাজিল এ নিয়ে অংশ নিল তৃতীয়বার। একবারই তারা ফাইনাল খেলেছে, ২০২১ সালে।

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল